সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

কাহারোলে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কাহারোলে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

 

দিনাজপুরের কাহারোল উপজেলার ৩নং মুকুন্দপুর ইউনিয়নের ১৬ মাইল বাজার সংলগ্ন হাফিজিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম ও পরিচালনা কমিটির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র বন্ধের দাবীতে উক্ত মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২২ মে-২০২৫) সকাল ১০টায় মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও বর্তমান ছাত্রসহ এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৮ সালে, প্রতিষ্ঠা কাল থেকেই কমিটি নিয়ে রয়েছে নানা মতবিরোধ ও সহিংসতা।

উল্লেখ্য গত ১৬ মে ২০২৫ ইং তারিখে মোহতামিমদের প্রতিপক্ষগন ১৬ মাইল বাজারে একটি সমাবেশ পালন করে, যেখানে দেখা যায় বিভিন্ন জায়গা হতে আগত সন্মানীয় আলেমগনের উপস্থিতিতে প্রতিষ্ঠানের চলমান মতবিরোধ নিরসনে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল।

উক্ত মত বিনিময় সভাকে কেন্দ্র করে সাংবাদিকদের এক সাক্ষাৎকারে বলেন মোহতামিম এর বিরুদ্ধে জনসম্মুখে হাটে বাজারে বিভিন্নভাবে মিথ্যা ও বানোয়াট কথাবার্তা অপপ্রচার চালিয়ে মানুষের মাঝে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। এলাকাবাসীর কাছে আরো জানতে পারা যায় ইতিপূর্বে মহতামিমদের অনুপস্থিতিতে মাদ্রাসার ছাত্রদের জোরপূর্বক বাহির করে দেয় এবং মাদ্রাসার বিভিন্ন কক্ষে তালাবদ্ধ করে প্রতিষ্ঠানটি নিজেদের আয়ত্তে নেওয়ার চেষ্টা চালায়। এই মাদ্রাসা দখলে নেওয়ার জন্য এলাকার কিছু সুবিধাবাদী ব্যক্তিদের সাথে নিয়ে এলাকায় একটি ঘোলাটে পরিবেশ তৈরির ষড়যন্ত্র চলছে। এছাড়াও উক্ত মানববন্ধনটিকে প্রতিরোধ করা জন্য মোহতামিমদের পক্ষে থাকা মাদ্রাসার সাবেক ছাত্রদের উপর বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করা হয় বলে মন্তব্য করেন সাবেক ও বর্তমান ছাত্ররা। এ বিষয়ে মোহতামিমগণেরা জানান উক্ত এলাকার মেম্বার আইয়ুব আলী তাদের সহযোগীতা প্রদান করছেন।

মানববন্ধনের অংশ হিসেবে তাদের বিভিন্ন দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য: ১। কমিটি নির্দিষ্ট সময় পর্যন্ত বহাল থাকবে। ২। মোহাতামীম স্ব-স্থানে বহাল থাকবে। ৩। মাদ্রাসার বিষয় নিয়ে হাট, বাজার ও গ্রামে কোনো প্রকার মিটিং মিছিল করা জাবেনা। ৪। মাদ্রাসার সহ-কারী শিক্ষকদের কোনো প্রকার হুমকি ধামকি দেওয়া জাবেনা। ৫। মাদ্রাসারসুনাম নষ্ট করা যাবে না। ৬। আমাদের দাবি গুলো না মানা হলে আমরা কঠোর থেকে কঠোর কর্ম সূচী নেবো।

পুরো ঘটনার উপর ভিত্তি করে এলাকার লোকজন জানান কমিটির এই মতবিরোধ ও সহিংসতা প্রতিরোধে প্রশাসন যেন বলিষ্ঠ ভুমিকা পালন করে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn