শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে রমজান, ১৪৪৬ হিজরি

কাহারোলে মাদ্রাসা ছাত্রীকে যৌন”নিপিড়ণের চেষ্টা আটক ১

কাহারোলে মাদ্রাসা ছাত্রীকে যৌন”নিপিড়ণের চেষ্টা আটক ১

 

দিনাজপুরের কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়নে,মাদ্রাসা পড়ুয়া তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে যৌন”নিপিড়ণের সময় এক জনকে আটক করেছে জয়নন্দ হাট এলাকাবাসী।

এসময় মাদ্রাসা পড়ুয়া কমলমতি শিশুটি জানান, দুই থেকে তিন দিন যাবত এই অচেনা মানুষটি আমাকে ফলো করে এবং নানান রকম প্রলোভন দেখিয়ে আমাকে তার গাড়িতে ওঠার জন্য প্রস্তাব দেয়,এবং আমি রাজি না হলে আমার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করে এ সময় আমি ভয় পেয়ে আমার মাদ্রাসার ভিতরে প্রবেশ করি।

এমতা অবস্থায় তিনি আমার পিছু নিয়ে মাদ্রাসায় প্রবেশ করেন এবং আমাকে কুপস্তাপ দেন। এ সময় আমি কান্নাকাটি করলে আমার মাদ্রাসার সুপার ও এলাকাবাসী এসে আমাকে উদ্ধার করে এবং তাকে কাহারোল থানা পুলিশের নিকট তুলে দেয়।

অভিযুক্ত ব্যক্তি মাজেদুল ইসলাম কে সাংবাদিকরা জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান শামীম মটরস এর একটি প্রতিষ্ঠান বকুলতলা জুট মিলে মাজেদুল সদ্দার এর আন্ডারে তিনি গত দুই মাস যাবত কাজ করেন।
তিনি চিরিরবন্দর উপজেলার ঘুঘুরাতলী নান্দুরাই গ্রামের বাসিন্দা লাল মিয়ার ছেলে।

পরে মেয়েটির বাবা বাদী হয়ে কাহারোল থানায় একটি মামলা দায়ের করেন এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn