সোমবার - ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

কাশ্মীর সীমান্তে যুদ্ধ বিরতি লংঘন পাকিস্তানের, জবাবি গুলিবর্ষণে বহু পাক সেনার মৃত্যু 

কাশ্মীর সীমান্তে যুদ্ধ বিরতি লংঘন পাকিস্তানের, জবাবি গুলিবর্ষণে বহু পাক সেনার মৃত্যু

ফের সীমান্তরেখা বরাবর যুদ্ধ বিরতি লংঘন করল পাকসেনা। যদিও এর ফল ভুগতে হল তাদেরই। ভারতীয় সেনা সূত্রে প্রকাশ, বুধবার (১২ ফেব্রুয়ারি ) জবাবি গুলি বর্ষণে বেশ কয়েকজন পাকসেনা জওয়ানের মৃত্যু হয়েছে। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার মেন্ধার সেক্টরে দুই তরফ থেকে গোলাগুলি চলে এদিন। ভারতীয় সেনা সূত্রে জানা গেছে, আচমকা ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালায় পাকসেনা। এরপরই জবাব দেওয়া হয় ভারতীয় সেনার তরফে। সংঘর্ষের পরেই সীমান্ত পাড়ের ক্ষয়ক্ষতি জানা না গেলেও। পরে ভারতীয় সেনার আধিকারিকরা জানান, ব‍্যাপক ক্ষয়ক্ষতি হয় ওপারে। বহু হতাহতের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, একদিন আগে জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরে আইইডি বিস্ফোরণ ঘটনায় জঙ্গিরা। ওই ঘটনায় দুই জওয়ানের মৃত্যু হয়েছিল। এরপরই সীমান্তরেখা বরাবর যুদ্ধ বিরতি লংঘন করল পাকসেনা। ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি  ভারত- পাকিস্তানের মধ‍্যে নতুন করে যুদ্ধ বিরতি চুক্তি হয়েছিল। এরপর থেকে যুদ্ধ বিরতি লংঘনের ঘটনা বিরল। চলতি বছরে এটাই প্রথম সীমান্তে যুদ্ধ বিরতি লংঘন। এদিকে অন‍্য একটি ঘটনায় সীমান্ত এলাকায় ল‍্যান্ডমাইন বিস্ফোরণে আহত হয়েছেন একসেনা জওয়ান। আহত ওই জওয়ানকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn