শনিবার - ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি

কাশ্মীরে ফের সেনা- জঙ্গির গুলির লড়াইয়ে ২ জেহাদি নিহত 

কাশ্মীরে ফের সেনা- জঙ্গির গুলির লড়াইয়ে ২ জেহাদি নিহত

 

ফের ভারতশাসিত কাশ্মীরে সেনা- জঙ্গির গুলির লড়াই। সেনার অভিযানে অন্তত ২ জেহাদির প্রাণহানীর খবর পাওয়া গেছে। পহেলগাঁও হামলার পর থেকেই উপত‍্যকা জুড়ে জঙ্গিদের খুঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে নিরাপত্তারক্ষীরা। জম্মু ও কাশ্মীর থেকে সন্ত্রাসের শিকড় উপড়ে ফেলতে লাগাতার চলছে অভিযান। সন্ত্রাসযোগের অভিযোগে শতাধিক সন্দেহভাজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পাশাপাশি নিকেশ করা হয়েছে একাধিক জঙ্গিকে। কাশ্মীরে লুকিয়ে থাকা জেহাদিদের খুঁজে খুঁজে মারা হচ্ছে। বৃহস্পতিবার (১৫ মে) ভোরে গোপনসূত্রে খবর পেয়ে অবন্তীপোরায় অভিযান শুরু করে কাশ্মীর পুলিশ এবং সেনার যৌথ বাহিনী। মূলত ত্রাল এবং নাদার এলাকায় গুলির লড়াই চলে। ওই এলাকায় অন্তত ৩ জেহাদি লুকিয়ে ছিল। বেশ কয়েক ঘন্টা গুলির লড়াই চলার পর ২ জেহাদিকে নিহত করেছে সেনা। সেনা সূত্রে প্রকাশ, নিহত হওয়া জেহাদিদের মধ‍্যে আসিফ শেখ। সে জইশ- ই- মহম্মদের সঙ্গে যুক্ত ছিল। আমির নাজির ওয়ানি নামের আরও এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। আরএ এক জেহাদি এলাকায় লুকিয়ে রয়েছে বলে খবর। এখনও অপারেশন চলছে। সেনার তরফে এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn