রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

কাশ্মীরে জঙ্গিদের গুলিতে শহিদ ১ আহত ৩ জওয়ান

কাশ্মীরে জঙ্গিদের গুলিতে শহিদ ১ আহত ৩ জওয়ান

 

জম্মু ও কাশ্মীরে সেনা অভিযানে শহিদ হলেন এক সেনা আধিকারিক। রবিবার (১০ নভেম্বর ) থেকেই উত্তপ্ত কাশ্মীর। ২টি পৃথক এলাকায় সেনা অভিযান চলে। এর মধ‍্যে অন‍্যতম কিস্তওয়ার জেলায় জঙ্গলাকীর্ণ ভার্ট রিজ এলাকা। সেখানেই সেনা- জঙ্গির গুলির লড়াইয়ে সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক সেনা আধিকারিকের। আহত হয়েছেন ৩ জওয়ান। তাঁদের উদ্ধার করা হয়েছে। সেনার হোয়াইট নাইট কর্পস জানিয়েছে, কিস্তওয়ারের ভার্টরিজ এলাকায় শহিদ হয়েছেন ২ প‍্যারো স্পেশাল ফোর্সের নায়েব সুবেদার রাকেশ কুমার। জঙ্গলাকীর্ণ এলাকায় ২ জঙ্গি আত্মগোপন করে রয়েছে বলে খবর পেয়ে রবিবার ( ১০ নভেম্বর ) সকাল থেকে অভিযান চালায় সেনা। নির্জন জঙ্গলে কয়েক কিলো মিটার ভিতরে প্রবেশ করেই ২ গ্রামরক্ষী নাজির আহমেদ এবং কুলদীপ কুমারের দেহ দেখতে পান জওয়ানরা। ২ জনের দেহ উদ্ধার করে সেনা। এই হত্যাকান্ডে জড়িত  জঙ্গিদের খোঁজেই এদিন অভিযান চালাচ্ছিল সেনা। তখনই ২ পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হন ৪ জওয়ান। তার মধ্যে সেনা আধিকারিক সুবেদার রাকেশ কুমার শহিদ হয়েছেন। এছাড়াও জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন ৩ জওয়ান। তাঁদের উদ্ধার করা হয়েছে। চিকিৎসা চলছে। অপরদিকে শ্রীনগরের হারওয়ান এলাকাতেও অভিযান চালাচ্ছে সেনা। রবিবার (১০ নভেম্বর ) সকাল ৯টা থেকে সেখানে গুলির লড়াই হয়। ওই এলাকায় কয়েকজন জঙ্গি গা ডাকা দিয়ে রয়েছে বলে খবর পায় নিরাপত্তা বাহিনী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn