কাশ্মীরে জঙ্গিদের গুলিতে শহিদ ১ আহত ৩ জওয়ান
জম্মু ও কাশ্মীরে সেনা অভিযানে শহিদ হলেন এক সেনা আধিকারিক। রবিবার (১০ নভেম্বর ) থেকেই উত্তপ্ত কাশ্মীর। ২টি পৃথক এলাকায় সেনা অভিযান চলে। এর মধ্যে অন্যতম কিস্তওয়ার জেলায় জঙ্গলাকীর্ণ ভার্ট রিজ এলাকা। সেখানেই সেনা- জঙ্গির গুলির লড়াইয়ে সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক সেনা আধিকারিকের। আহত হয়েছেন ৩ জওয়ান। তাঁদের উদ্ধার করা হয়েছে। সেনার হোয়াইট নাইট কর্পস জানিয়েছে, কিস্তওয়ারের ভার্টরিজ এলাকায় শহিদ হয়েছেন ২ প্যারো স্পেশাল ফোর্সের নায়েব সুবেদার রাকেশ কুমার। জঙ্গলাকীর্ণ এলাকায় ২ জঙ্গি আত্মগোপন করে রয়েছে বলে খবর পেয়ে রবিবার ( ১০ নভেম্বর ) সকাল থেকে অভিযান চালায় সেনা। নির্জন জঙ্গলে কয়েক কিলো মিটার ভিতরে প্রবেশ করেই ২ গ্রামরক্ষী নাজির আহমেদ এবং কুলদীপ কুমারের দেহ দেখতে পান জওয়ানরা। ২ জনের দেহ উদ্ধার করে সেনা। এই হত্যাকান্ডে জড়িত জঙ্গিদের খোঁজেই এদিন অভিযান চালাচ্ছিল সেনা। তখনই ২ পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হন ৪ জওয়ান। তার মধ্যে সেনা আধিকারিক সুবেদার রাকেশ কুমার শহিদ হয়েছেন। এছাড়াও জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন ৩ জওয়ান। তাঁদের উদ্ধার করা হয়েছে। চিকিৎসা চলছে। অপরদিকে শ্রীনগরের হারওয়ান এলাকাতেও অভিযান চালাচ্ছে সেনা। রবিবার (১০ নভেম্বর ) সকাল ৯টা থেকে সেখানে গুলির লড়াই হয়। ওই এলাকায় কয়েকজন জঙ্গি গা ডাকা দিয়ে রয়েছে বলে খবর পায় নিরাপত্তা বাহিনী।