কাশ্মীরে গ্যাস হিটার জ্বালানোয় ঘরেই দমবন্ধ হয়ে মৃত্যু বাবা, মা ও ৩ সন্তানের
প্রচন্ড ঠান্ডায় তুষারপাত চলছিল। ঘরের মধ্যে দরজা – জানালা বন্ধ করে ৩ সন্তানকে নিয়ে বসে ছিলেন বাবা – মা। ঠান্ডার হাত থেকে কিছুটা আরাম পেতে ঘরে তাঁরা জ্বালিয়ে ছিলেন গ্যাস হিটার। আর সেই যন্ত্রই হল কাল। পরের দিন ঘর থেকে একই পরিবারের এই ৫ সদস্যকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হল। হাসপাতালে নিয়ে গেল চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। জম্মু ও কাশ্মীরের শ্রীনগর জেলার পন্দ্রেথান এলাকার ঘটনা। জানা গেছে, ওই পরিবারের সদস্যরা আসলে বারামুলা জেলার বাসিন্দা। শ্রীনগরের তাঁরা ভাড়া বাড়িতে থাকছিলেন। রবিবার (৫ জানুয়ারি ) ঘর থেকে তাঁদের ৫ জনকেই অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। তাঁদের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ্। তীব্র শীতের মরসুমে ঘর গরম রাখার জন্য হিটার ব্যবহার নিয়েও সাধারণ মানুষকে সতর্ক করেছেন তিনি। এবিষয়ে কাশ্মীরের সরকার যে নির্দেশিকা এবং উপদেশাবলি জারি করেছে, সেগুলি মেনে চলতে বলেছেন মুখ্যমন্ত্রী।