সোমবার - ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে রজব, ১৪৪৬ হিজরি

কাশ্মীরে উৎসবের মাঝে জঙ্গি হামলায় ২ পরিযায়ী শ্রমিক নিহত 

কাশ্মীরে উৎসবের মাঝে জঙ্গি হামলায় ২ পরিযায়ী শ্রমিক নিহত

 

গোটা দেশ আলোর উৎসব উপলক্ষে মাতলেও হিংসার আগুনে পড়ছে ভূস্বর্গ কাশ্মীর। শুক্রবার (১ নভেম্বর ) কাশ্মীরের বুদগাম জেলার মাগাম এলাকায় ২ পরিযায়ী শ্রমিকে গুলি করে মারল জঙ্গিরা। মৃত ২ যুবক  উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে প্রকাশ, কাশ্মীরের জলশক্তি দপ্তরে চুক্তি ভিত্তিক  শ্রমিক হিসেবে কাজ করতেন সোফিয়ান (২৫).ও উসমান মালিক (২০)। ২ জনেই সাহারানপুরের বাসিন্দা। এদিন মাগাম এলাকায়  তাঁদের উপর হামলা চালায় অজ্ঞাত পরিচয় জঙ্গিরা। এই হামলার খবর পেয়ে সঙ্গে সঙ্গে  সেখানে উপস্থিত হয় নিরাপত্তাবাহিনী। গোটা এলাকা  ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। পাশাপাশি গুরুতর আহত অবস্থায় ২ জনকে নিয়ে যাওয়া শ্রীনগরের জেভিসি হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ২ জনের। এই নিয়ে এলাকায় শোকাবহ পরিবারের সৃষ্টি হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn