শুক্রবার - ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে আঘাত পেয়ে এক ব্যবসায়ী নিহত

কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে মাথায় আঘাত পেয়ে মো. নাছির (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত নাছির বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খিতাপচর গ্রামের মো. শাহজাহানের ছেলে। তার ৩ মেয়ে ও ১ ছেলে রয়েছে। বুধবার (২১ জুন) সকাল সাড়ে ৬টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে মাথায় আঘাত পান নাছির। তিনি গরুবাহী মিনি ট্রাকে ছিলেন। নাছিরের ছোটভাই গিয়াস উদ্দিন জানান, খাগড়াছড়ি থেকে বিক্রির জন্য গরু নিয়ে বোয়ালখালী আসছিলেন নাছির। সেতু পার হওয়ার সময় একটি গরু লাফালাফি করায় সেটিকে সামাল দিতে ট্রাকে দাঁড়ালে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn