বৃহস্পতিবার - ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

কালীগঞ্জে ৫ দিন ধরে স্ত্রীর দাবিতে ছেলের বাড়িতে অনশন

কালীগঞ্জে ৫ দিন ধরে স্ত্রীর দাবিতে ছেলের বাড়িতে অনশন

 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পরকীয়া প্রেমের জেরে স্ত্রীর দাবিতে ৫ দিন ধরে ছেলের বাড়িতে অনশন করছে ভুক্তভোগী- সাথী আক্তার।জানাযায় ভুক্তভোগী সাথী আক্তার এর বাড়ি টাঙ্গাইল জেলার বাঘিল বাজার উপজেলার দাইনা চৌধুরী গ্রামে।

গত বৃহস্পতিবার তুষভান্ডার ইউনিয়নের দক্ষিন ঘনেশ্যাম এলাকার মিয়াপাড়া গ্রামের  মৃত ফজলুল হকের পুত্র শফিকুল ইসলাম এর বাড়িতে এ ঘটনা ঘটেছে।

জানাগেছে শফিকুল ইসলামের সাথে সাথী আক্তার পরকীয়া প্রেম ২০১৩ সাল থেকে। এর জের ধরে এর আগেও সাথী আক্তার কয়েকবার রফিকুল ইসলাম এর বাড়িতে আসেন এবং শারীরিক সম্পর্ক হয়।

ভুক্তভোগী সাথী আক্তার জানিয়েছেন তার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। সে আমাকে বিভিন্ন সময় স্ত্রী স্বীকৃতি দিবে বলে শারীরিক সম্পর্ক করে এখন বাড়ীতে নেওয়ার কথা বললে বিভিন্ন তালবাহানা দেখায় তাই আমি তার বাড়িতে এসেছি।আমি স্ত্রী স্বীকৃতি না পেলে আত্মহত্যা করব।

স্থানীয় শামীম নামের একজন বলেন, ঘটনাটি সত্য। ভুক্তভোগী আমাকে বাবা বলে ডাকেন।

এ ঘটনায় শফিকুল ইসলাম সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করে বলেন ২০১৬ সালের দিকে তারসাথে কথা বলতাম। বর্তমানে তার সাথে আমার কোন সম্পর্ক নেই। এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয়নি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn