বৃহস্পতিবার - ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

কালিহাতী সদরে দক্ষিণ বেতডোবা যুবসমাজের উদ্যোগে ১৩তম মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কালিহাতী সদরে দক্ষিণ বেতডোবা যুবসমাজের উদ্যোগে ১৩তম মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দক্ষিণ বেতডোবা যুবসমাজের উদ্যোগে আয়োজিত ১৩তম মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর, ২০২৪ দক্ষিণ বেতডোবা খেলার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল নাগবাড়ী একাদশ এবং ইছাপুর একাদশ। দারুণ উত্তেজনাপূর্ণ এই খেলায় ইছাপুর একাদশ তাদের প্রতিপক্ষ নাগবাড়ী একাদশকে ৭-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করে। ইছাপুর দলের দুর্দান্ত খেলার প্রশংসা করেছেন উপস্থিত দর্শকরা।

উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ও , উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইদ্রিস আলী, । উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লুৎফর রহমান লেলিন। স্থানীয়দের মধ্য মোহাম্মদ খলিলুর রহমান, মোহাম্মদ শাজাহান মিয়া, মোহাম্মদ দেলোয়ার হোসেন দুলাল, এবং মোহাম্মদ শহিদুল ইসলাম খোকন প্রমুখ।

খেলার মাঠে উপস্থিত সকলেই টুর্নামেন্টের আয়োজকদের প্রশংসা করেন এবং যুবসমাজের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। দক্ষিণ বেতডোবা যুবসমাজের এই আয়োজন ক্রীড়াপ্রেমী মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে।

এটি শুধুমাত্র খেলা নয়, বরং বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার এক অনন্য দৃষ্টান্ত।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn