সোমবার - ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে রজব, ১৪৪৬ হিজরি

কালিহাতীতে খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল ও অভিভাবক ছাউনি উদ্বোধন

কালিহাতীতে খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল ও অভিভাবক ছাউনি উদ্বোধন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রম এবং অভিভাবক ছাউনি উদ্বোধন উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২ ডিসেম্বর (সোমবার) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আব্দুল আউয়াল খান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব শাহাদাত হুসেইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাবা কুলসুম সোলায়মান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র পাল।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খিলদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শাহানুর রহমান শাহীন, সমাজসেবক সামসুল আলম ফকির, এবং বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান ও আব্দুস সালাম। অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী শুভ্র মজুমদার ও কমল সাহাসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম ও মিজানুর রহমান।

একই দিনে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও ক্লাস পার্টি-২০২৪ উদযাপন করা হয়। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

বিদ্যালয়ের মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে বিশেষ উদ্দীপনা সৃষ্টি করেছে, যা শিক্ষার গুণগত মান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn