বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী সাধু সম্মেলন ও লালন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী সাধু সম্মেলন ও লালন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

লালন সাঁইজির ভাবধারা ও দর্শনকে ধারণ করে প্রতিষ্ঠিত কালিহাতী উপজেলার বাগুটিয়ার কেন্দ্রীয় সাধুসংঘ আগামী ৬ জানুয়ারি তাদের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করতে যাচ্ছে।

এ উপলক্ষে তিনদিনব্যাপী সাধু সম্মেলন ও লালন মেলার আয়োজনের প্রস্তুতি সভা ৪ ডিসেম্বর সন্ধ্যায় কেন্দ্রীয় সাধু সংঘের নিজ কার্যালয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে।

কেন্দ্রীয় সাধুসংঘের সভাপতি বাবু হরি মোহন পালের সভাপতিত্বে এবং নির্বাহী সভাপতি ছোবাহান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় মেলার কার্যক্রম এবং বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধুসংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক শাহ আলম, সাধু বিজন ভট্টাচার্য (সাধু পরিষদের সাধারণ সম্পাদক), সাধু আলতাব শাহ ফকির, সাধু ধীরেন, শাহানুর রহমান শাহীন (পাঠাগারের সভাপতি), সৈয়দ নুরুল ইসলাম সুরুজ (সাধুসংঘের সাংগঠনিক সম্পাদক), সোলায়মান খান (কেন্দ্রীয় সাধুসংঘের সদস্য), আবু বকর সিদ্দিকী ( যুগ্ম সম্পাদক), আনন্দ পাল (সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক), এবং হারাধন মণ্ডল (সহ-সভাপতি)।
বক্তারা জানান, এই মহতী অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু, গুরু, বাউল, ফকির, পীর-মাশায়েখ, গোসাই ও লালনভক্তরা যোগদান করবেন। তাদের আবাসন, খাদ্য, এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব দিয়ে ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।
এছাড়া, বক্তারা বলেন, “লালন সাঁইজির ভাবধারাকে কেন্দ্র করে আমাদের এই আয়োজন এক মিলনমেলায় পরিণত হবে। এটি কেবল এক উৎসব নয়, বরং মানবতার, সম্প্রীতির এবং বাউল দর্শনের মর্মবাণী ছড়িয়ে দেওয়ার একটি প্রয়াস।“

আগামী দিনগুলোতে সাধু সম্মেলন ও মেলার আয়োজনকে আরও সুসংগঠিত করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

লালন সাঁইজির সুরে বাঁধা এই অনুষ্ঠান নিঃসন্দেহে কালিহাতীর সংস্কৃতি এবং ঐতিহ্যের এক স্মরণীয় অধ্যায় রচনা করবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn