বুধবার - ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

কালিয়া প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি গোলাম মোর্শেদ, সম্পাদক আজমল হোসেন

কালিয়া প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি গোলাম মোর্শেদ, সম্পাদক আজমল হোসেন

 

 

নড়াইলের কালিয়া প্রেসক্লাবের ২০২৫-২০২৭ সালের জন্য ২৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় প্রেসক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি গোলাম মোর্শেদ শেখ (দৈনিক দিনকাল) এবং সাধারণ সম্পাদক এস এম আজমল হোসেন (দৈনিক অভয়নগর) নির্বাচিত হয়েছেন।

সহ-সভাপতি: এস এম মাছুম রহমান (আমার দেশ), মোঃ মাহফুজুর রহমান (বিকাল বার্তা), মনিরুজ্জামান চৌধুরী ( দৈনিক পূর্বাঞ্চল ও দৈনিক গণজাগরণ )। যুগ্ম সাধারণ সম্পাদক: রাসেদ কামান (আজকের পত্রিকা), কাজী শরিফুল ইসলাম (কালবেলা), খাইরুল ইসলাম চৌধুরী (এনটিভি)। সাংগঠনিক সম্পাদক: মোঃ আলমগীর হোসেন (আমার সংবাদ)। সহ-সাংগঠনিক সম্পাদক: চৌধুরী জুয়েল রানা (বাংলার দূত, এস টি বাংলা)। অর্থ সম্পাদক: এস এম সাফায়েত হোসেন (যুগের সাথী)। সহ-অর্থ সম্পাদক: মোঃ রাসেল শেখ (ভোরের কাগজ)। দপ্তর সম্পাদক: মোঃ উজ্জ্বল শেখ (খুলনার টাইমস)। সহ-দপ্তর সম্পাদক: মোঃ আল ইমরান শেখ (দৈনিক অভয়নগর)। প্রচার-প্রকাশনা সম্পাদক: মোঃ বাবলু মল্লিক (দৈনিক খুলনা অঞ্চল)। সাহিত্য বিষয়ক সম্পাদক: মামুন মোল্লা (দৈনিক জনতা)। সমাজ কল্যাণ সম্পাদক: রিপন বিশ্বাস (লাখো কণ্ঠ)। গ্রন্থাগার সম্পাদক: মোঃ রাশেল শেখ (দেশ প্রতিদিন)। সহ-গ্রন্থাগার সম্পাদক: মোছাঃ বিনদিয়া খানম (নোয়াপাড়া)। ক্রীড়া সম্পাদক: এস এম মাহিদুল ইসলাম (গণতদন্ত)। সহ-ক্রীড়া সম্পাদক: মোঃ হাসিবুর রহমান মল্লিক (এস টি বাংলা টিভি)।

কার্যনির্বাহী সদস্য: শরীফ নাসির আহম্মেদ, দৈনিক ওশান, মোঃ আবজাল হোসেন (গ্রামের কাগজ), কওসার মোল্লা (অর্নিবান), মোঃ করিরুল ইসলাম (দেশের কণ্ঠ), জুয়েল শরীফ (বাংলাদেশ সমাচার), এস এম ইজাজুল হক (সমকাল), মোঃ রাসেল মোল্লা, দৈনিক প্রবাহ, মোঃ মামুন হাচান (দৈনিক আলোর জগত, দৈনিক বাংলার দূত, নড়াগাতী সংবাদ)।
প্রেসক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনা
নবনির্বাচিত সভাপতি গোলাম মোর্শেদ শেখ বলেন, “কালিয়া প্রেসক্লাব শুধু সাংবাদিকদের সংগঠন নয়, এটি একটি গণতান্ত্রিক চর্চার কেন্দ্র। আমরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় ভূমিকা রাখব। সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত উন্নয়নের জন্য প্রশিক্ষণ, সেমিনার এবং গবেষণামূলক কার্যক্রম চালু করব।”
সাধারণ সম্পাদক এস এম আজমল হোসেন বলেন, “সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি মানুষের কল্যাণে নিবেদিত একটি দায়িত্ব। কালিয়া প্রেসক্লাবের নতুন কমিটি সাংবাদিকদের সুরক্ষা, ন্যায্য অধিকার আদায় এবং সংবাদ পরিবেশনের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করবে। একই সঙ্গে আমরা সামাজিক ও মানবিক উন্নয়নে অবদান রাখতে চাই।”
নবনির্বাচিত কমিটি আশা করছে, সকল সদস্যের সহযোগিতায় কালিয়া প্রেসক্লাব একটি শক্তিশালী গণমাধ্যম কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। তথ্যের সত্যতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn