
কালিয়ায় ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল আটক
নড়াইলের কালিয়ায় ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী বিল্লাল শেখকে আটক করেছে কালিয়া থানা পুলিশ। আটক বিল্লাল শেখ চাঁদপুর গ্রামের মৃত মোকাম শেখের ছেলে। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে পৌর কমিউনিটি সেন্টারের পাশ থেকে কালিয়া থানা পুলিশের সাব-ইন্সপেক্টর সাইফুল্লাহ, আবুল কালাম আজাদ এবং তাদের সঙ্গীয় ফোর্স তাকে আটক করে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশিদুল ইসলাম এ ব্যাপারে বলেন, আসামির বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলমান রয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ মাদক নিয়ন্ত্রণে, যা সমাজে শৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে।
Post Views: ২৯