শুক্রবার - ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কালিয়াকৈরে ১০ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মুরগী ব্যবসায়ী গ্রেপ্তার

কালিয়াকৈরে ১০ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মুরগী ব্যবসায়ী গ্রেপ্তার

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক পশ্চিমপাড়া এলাকায় ১০ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মুরগী ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, গ্রেফতারকৃত রফিকুল ইসলাম পেশায় মুরগী ব্যবসায়ী।
এ ঘটনায় মঙ্গলবার সকালে শিশুর নানা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার মুরগী ব্যবসায়ী রফিকুল ইসলাম (৫২) কুড়িগ্রাম জেলার চিলমারি থানার সরকার পাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে। তিনি কালিয়াকৈরের উপজেলার আন্দারমানিক পশ্চিমপাড়া (এফডিসি গেট) এলাকার মোকলেছুর রহমানের বাড়িতে ভাড়া থেকে মুরগীর ব্যবসা করতেন।

শিশুর পরিবারের সদস্য ও মামলার অভিযোগে জানা যায়, কালিয়াকৈরের উপজেলার আন্দারমানিক পশ্চিমপাড়া এলাকার মুরগী ব্যবসায়ী রফিকুল ইসলামের দোকানে সোমবার দুপুরে মুরগী ক্রয় করতে যায় ১০ বছরের এক মেয়ে শিশু। এসময় মুরগী ব্যবসায়ী রফিকুল ইসলাম ওই শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে দোকানের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় ওই শিশুর ডাকা-চিৎকারে আশপাশের মুরুব্বি এবং যুব-সমাজ এগিয়ে এসে রফিকুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মৌচাক ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn