
কালিয়াকৈরে গণধর্ষণ মামলায় যুবক গ্রেফতার
গাজীপুরের কালিয়াকৈর নারী গার্মেন্সট কর্মী গণধর্ষনের মামলায় সজিব মিয়া উরফে পক্ষু সজিব(২৮) কে গ্রেফতার করেছে পুলিশ ।সোমবার রাতে উপজেলার কালামপুর পাচলক্ষী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে মঙ্গলবার সকালে গাজীপুর জেল হাজতে পাঠায় ।গ্রেফতারকৃত যুবক হলেন পৌর ৬নং ওর্য়াড কালামপুর পাকার মাথা এলাকার সোলেমান হোসাইনের ছেলে ।
পুলিশ সূত্র জানায় গত গণধর্ষণের শিকার নারী পোষাক শ্রমিক(১৭)¯’ানীয় একটি পোষাক কারখানায় জিহান সরকার(২৬) এক সাথে চাকরি করতেন ।গত ১৯ ডিসেম্বর রাত সাড়ে নয়টার দিকে উিউটি শেষে বাসায় ফেরার পথে জিহান সরকার ও সজিব মিলে কালামপুর এলাকায় একটি সরকারী উটলট বাগানে নিয়ে র্ধষণ করে ।এ ঘটনায় ওই নারী পোষাক শ্রমিক ২০ ডিসেম্বর সকালে বাদি হয়ে দুইজনের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় র্ধষন মামলা করেন ।পুলিশ এ ঘটনায় জিহান সরকারকে গ্রেফতার করে জেল হাজতে পাটালেও সজিব আতœগোপনে চলে যায় ।এদিকে এ ঘটনার ৫ মাস পর সোমবার দিবাগত রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সজিব মিয়া উরফে পক্ষু সজিবকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে গাজীপুর জেল হাজতে প্রেরন করেন ।
কালিয়াকৈর থানার পরির্দশক (তদন্ত)জাফর আলী খান বলেন ধণধর্ষনের মামলায় অভিযুক্ত সজিব এতোদিন পলাতক ছিলেন সোমবার রাতে তাকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে ।