সোমবার - ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কালিগঞ্জের পল্লীতে ধর্ষনের চেষ্টায় ব্যার্থ হয়ে কুপিয়ে যখম করেছে দুই সন্তানের জননীকে

কালিগঞ্জের পল্লীতে ধর্ষনের চেষ্টায় ব্যার্থ হয়ে কুপিয়ে যখম করেছে দুই সন্তানের জননীকে

 

সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে ধর্ষণের চেষ্টায় ব্যার্থ হয়ে গৃহবধুকে কুপিয়ে যখম করেছে গৌরপদ মন্ডল (৪৫) নামের এক লম্পট। সে উপজেলার মৌতলা ইউনিয়নের উভাকুড় গ্রামের মৃত ভবনাথ মন্ডলের ছেলে। এ ঘটনায় থানায় এজাহার দায়ের করেছে দুই সন্তানের জননী মৌসুমি খাতুন (২৭)। থানা ও ভুক্তভোগী সূত্রে জানাগেছে, গত ১৮ মার্চ-২৫ তারিখে রাত আনুঃ ১টার দিকে লক্ষীনাথপুর গ্রামের ইটভাটা শ্রমিক গোলাম রসুলের স্ত্রী দুই সন্তানের জননী মৌসুমি খাতুনের ঘরে সু কৌশলে প্রবেশ করে লম্পট গৌরপদ মন্ডল। স্বামী বাড়িতে না থাকার সুযোগে গৃহিণীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষনের চেষ্টা করে। এসময়ে মৌসুমি ডাক চিৎকার করলে অবস্থার বেগতিক দেখে খাটের তলায় থাকা ধারালো দা দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে রক্তাক্ত যখম করে গৌরপদ। একপর্যায়ে প্রতিবেশীরা এগিয়ে এলে ঘটনা কাওকে জানালে জীবনে মেরে ফেলার হুমকী দিয়ে চম্পট দেয় ধুরন্ধর লম্পট গৌরপদ। এদিকে মারাত্মকভাবে রক্তাক্ত যখম মৌসুমিকে স্থানীয় উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। ঐ গৃহিণীর মাথায় পৃথক দুই যায়গায় মোট ১১টি সেলাই সহ একাধিকস্থানে নীলফুলা যখম হয়েছে। এঘটনায় মৌসুমি নিজে বাদী হয়ে কালিগঞ্জ থানায় এজাহার দায়ের করেছে। এ ঘটনার বিষয়ে জানতে চাইলে মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল বলেন পবিত্র মাহে রমজানে দুই সন্তানের জননীকে এভাবে কুপিয়ে মারার ঘটনাটি সত্যিই পীড়াদায়ক ও অমানবিক। আমি আসামীকে সর্বোচ্চ শাস্তি যেনো পায় পুলিশ ও প্রশাসনের কাছে সেই দাবী করছি। থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমানের নিকট এব্যাপারে জানতে চাইলে তিনি বলেন রুগির নিয়মিত খোঁজ খরর নিচ্ছি। ঘটনার তদন্ত করে আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্যে জোর পুলিশী তৎপরতা রেখেছি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn