শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাবান, ১৪৪৬ হিজরি

কাঞ্চন নগর হাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মাদ্রাসা ও মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে বিরাজমান সরকারি ও বেসরকারি (এমপিওভুক্ত) বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাদ্রাসা ও মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান ও শিক্ষা প্রতিষ্ঠানে চলমান আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বর্জনের সিদ্ধান্ত নিয়েছে মাদ্রাসা পর্যায়ের বেসরকারি (এমপিওভুক্ত) মাদ্রাসার শিক্ষকেরা গত মঙ্গলবার কাঞ্চন নগর হাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক পরিষদের উদ্যোগে মাদ্রাসা সংলগ্ন কাঞ্চুর হাট বাজারে এক আলোচনা সভা, মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা জয়নাল আবেদীন, শিক্ষক প্রতিনিধি সদস্য মোঃ আনিছ উর রহমান, শিক্ষক আবুল কালাম, মোঃ আবুল হাসেম, মোঃ নাজমুল হুদা নিবিড়। এতে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার সকল শিক্ষক কর্মচারী।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn