বৃহস্পতিবার - ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কাজ অসম্পূর্ণ রেখে পলাতক ঠিকাদার; দ্রুত কাজ শেষ করার দাবীতে ৪১ গ্রামবাসীর মানববন্ধন

কাজ অসম্পূর্ণ রেখে পলাতক ঠিকাদার; দ্রুত কাজ শেষ করার দাবীতে ৪১ গ্রামবাসীর মানববন্ধন

 

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের খাকুরিয়া ব্রিজের কাজ অসম্পূর্ণ রেখে পলাতক রয়েছে এই ব্রিজের ঠিকাদার, অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করার দাবীতে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৯ই এপ্রিল (বুধবার) খাকুরিয়া ব্রীজপার সংলগ্ন রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বশির উদ্দিন মিলিটারি, দেওপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবুল কাশেম,ঘাটাইল উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক কোহিনুর ইসলাম,দেওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ঘাটাইল উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জুয়েল রানা,দেওপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল হাই বুলবুল, দেওপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মুক্তার আলী।

এছাড়াও এতে অত্র এলাকার বেশ কয়েকটি স্কুলের প্রায় কয়েক হাজার শিক্ষার্থী,বিভিন্ন সচেতন মহলের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের পরিবহন শ্রমিক সহ আশপাশের প্রায় ৪১ গ্রামের সাধারণ জনগণ অংশ নেয়।

খাকুরিয়ার ব্রিজের কাজ ১ বছরে শেষ হওয়ার কথা থাকলেও ৪ বছরেও শেষ হয়নি। সাব ঠিকাদার ১৪/১৫ টি মামলা মাথায় নিয়ে পলাতক থাকায় ব্রিজের সম্পূর্ণ কাজ শেষ না হওয়ায় ভোগান্তিতে পড়েছে প্রায় ৪১ গ্রামের মানুষ।

৪ বছর সময় ধরে ব্রিজ না থাকার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন, ধলাপাড়া ইউনিয়নসহ দেওপাড়া ইউনিয়নের সরাশাক, কালিকাপুর, কোচপাড়া, পাঞ্জারচালা, শিবেরপাড়া, বাদেআমজানী, তালতলা, দেওপাড়া, কালিয়ান, গান্ধী, চাম্বুলতলা, রহমত খার বাইদ, রানাদহ, চৈতরবাইদ, মলাজানী, যুগিয়াটেংর, কুমাড়পাড়া, গানজানা, মাকড়াই, ভবানী, মালেঙ্গা, গন্ডঘোষ, চৌরাশা, কোচক্ষিরা, কাপাসিয়া, বারইপাড়া, ভোজদত্ত, হরিণাচালা, কান্দুলিয়াপাড়া, করিমেরপাড়া, কাকুয়িরা, কালুকাছরা, খামারকাছরা, দেলুটিয়া, ভাগলের পাড়া, ভাবনদত্ত, ঘোড়ামারা, বাণীবাসা গ্রামের মানুষ।

এই ব্রীজের কারণে এক জন নিহত এবং এক স্কুল শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হওয়ার ঘটনাও ঘটেছে। এছাড়াও এই জায়গায় ছোট বড় অনেক দূর্ঘটনা প্রতিনিয়তই ঘটছে।

মানববন্ধনে উপস্থিতিরা অতিদ্রুত এই ব্রিজের কাজ শেষ করার দাবী জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং সহযোগীতা কামনা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn