কাছাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে অল্টো বরাক নদীতে ডুবে ২ জন নিহত
চিকিৎসা করে শিশুকে নিয়ে মা-বাবা শিলচর থেকে বাড়ি পৌঁছার সময় মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ গেল ২ জনের। নিয়ন্ত্রণ হারিয়ে বরাক নদীতে অল্টো বাহনটি ডুবে গেল ১৩ মাসের কন্যা সন্তান ও গৃহবধূর মৃত্যু ঘটে। মর্মান্তিক দুর্ঘটনাটি সংগঠিত হয় মঙ্গলবার (১৭ ডিসেম্বর ) রাত ১১টা ৩০ মিনিটে ভারতের আসামরাজ্যের কাছাড়জেলার বড়খলা অঞ্চলের রায়পুর এলাকায়। বুধবার (১৮ ডিসেম্বর ) সকালে মা ও শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। জানা যায়, বড়খলার বুড়িবাইলের বাসিন্দা রইসউদ্দিন তাঁর স্ত্রী ও ১৩ মাসের কন্যাকে নিয়ে শিলচরে চিকিৎসককে দেখাতে এসেছিলেন। রাতে বাড়ি ফেরার পথে তাঁদের অল্টো গাড়িটি রায়পুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাঁধ থেকে গড়িয়ে বরাক নদীতে পড়লে ডুবে যায়। রাইসউদ্দিন গাড়ির গ্লাস ভেঙে বের হলেও স্ত্রী ও শিশু গাড়ির ভেতরে আটকে যান। রইসউদ্দিন চিৎকার করলে স্থানীয়রা বের হয়ে গাড়ির কোনও সন্ধান পাননি। তাঁকে স্থানীয়রা সঙ্গে সঙ্গে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। রাইসউদ্দিন চালকের আসনে ছিলেন। অপরদিকে, এ ঘটনার খবর পেয়ে কাছাড়জেলার পুলিশ সুপার নুমাল মাহাতো দলবল নিয়ে পৌঁছান রাতেই এসডিআরএফ ও এনডিআরএফ বাহিনী নদীতে তল্লাশি চালায়। তবে রাতে কোনও সন্ধান পাওয়া যায়নি। বুধবার( ১৮ ডিসেম্বর ) সকাল ৭টা ৩০ মিনিটে শ্রীকোনার রাখালপুর দ্বিতীয়খন্ডের ডুবুরি রবিজুল আলি শিশু ও মহিলার নিথর মৃতদেহ উদ্ধার করেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় মা ও কন্যা সন্তানের করুণ মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।