বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

কলারোয়ায় অনুমোদনহীন অবৈধ স-মিলে টাস্কফোর্সের অভিযান

কলারোয়ায় অনুমোদনহীন অবৈধ স-মিলে টাস্কফোর্সের অভিযান

কলারোয়া থানাধীন বালিয়াডাঙ্গা বাজার, আইসপাড়া ও লোহাকুড়া এলাকায় পরিবেশ আইনবিরোধী ও বন বিভাগের অনুমোদনহীন অবৈধ স-মিলে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করেছে বিজিবি। ১ জুন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হকের সার্বিক দিক নির্দেশনায় অধীনস্থ কলারোয়া উপজেলাধীন মেসার্স সুলতান স-মিল, বালিয়াডাঙ্গা বাজার, মেসার্স মহসীন আলী স-মিল, আইসপাড়া এবং মেসার্স তুহিন স-মিল, লোহাকুড়া এলাকায় বনবিভাগের অনুমোদনহীন স-মিলে বিজিবি, বন বিভাগের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে একটি টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বর্ণিত স্থানে কিছু অসাধু ব্যবসায়ী বন বিভাগের অনুমোদন ব্যতিত স-মিলে পরিবেশ ধ্বংসকারী গাছ/কাঠ চেরাই করছে; এমন তথ্যের ভিত্তিতে টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. পলাশ আহমেদ, বিজিবির পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুমের সাথে ১৫জন বিজিবি সদস্য, মো. ফরিদুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা, কলারোয়ার সাথে ৩জন এবং ৫জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে করাত কল লাইসেন্স আইন লঙ্ঘন করার দায়ে টাস্কফোর্স দল কর্তৃক অবৈধভাবে স্থাপনকৃত ৩টি প্রতিষ্ঠান ‘করাত কল বিধিমালা-২০১২ এর ৩(১) বিধি লংঘন ও ১২নং বিধি মোতাবেক’ স্থায়ীভাবে বন্ধের নিমিত্তে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং করাত কলগুলো অপসারণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ১৫দিনের মধ্যে অপসারণের নোটিশ জারী করা হয়। এছাড়াও আইন লঙ্ঘন করে অবৈধভাবে কাঠ চেরাই করার দায়ে ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও টাস্কফোর্স অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহে আনুমানিক একত্রিশ লক্ষ আশি হাজার টাকা মূল্যের প্রায় ৫৩০০ ঘনফুট বিভিন্ন প্রকার গোল কাঠ মজুদ পাওয়া যায় যা টাস্কফোর্স দল কর্তৃক জব্দ করা হয়। বর্ণিত টাস্কফোর্স অভিযানে জব্দকৃত বিভিন্ন প্রকার গোল কাঠ বাবদ একত্রিশ লক্ষ আশি হাজার টাকা এবং জরিমানা বাবদ ২৫হাজার টাকা, সর্বমোট সিজার মূল্য বত্রিশ লক্ষ পাঁচ হাজার টাকা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn