বুধবার - ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় হত দরিদ্র ২০ জন নারীকে ছাগল বিতরন

কলাপাড়ায় হত দরিদ্র ২০ জন নারীকে ছাগল বিতরন

 

কলাপাড়ায় গ্রামীন হত দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে ২০ জন নারীকে এ সহায়তা দেয়া হয়। মানবপ্রেমী রফিক বয়াতীর উদ্যোগে স্বনির্ভর বাংলাদেশ প্রকল্পের সহায়তায় হত দরিদ্র নারীদের স্বাবলম্বী করার জন্য এ মহতী আয়োজন করা হয়। কলাপাড়া পৌর ব্যবসায়ী সমিতির যুগ্ন সাধারন সম্পাদক মো. রেহান উদ্দিনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ খান, কলাপাড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি এসকে রঞ্জন, সহ-সভাপতি ওমর ফারুক, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন, আপন নিউজের সম্পাদক এস এম আলমগীর হোসেন, স্থানীয় ব্যবসায়ী রাসেল তালুকদার, শিক্ষক তরিকুল ইসলাম, শহিদুল ইসলাম স্বপন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারন সম্পাদক নাহিদুল হক।
উল্লেখ্য ২০২১ সাল থেকে মানব প্রেমী রফিক বয়াতীর নিজস্ব উদ্যোগে হত দরিদ্র নারীদের মাঝে এসব ছাগল বিতরন করে আসছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn