বুধবার - ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

কলাপাড়ায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

 

পটুয়াখালীর কলাপাড়ায় ১০ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এহসান মৃধা গেদু (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে কলাপাড়া থানার পুলিশ । শনিবার (৮ মার্চ) সকালে উপজেলার ধানখালী ইউপির পশ্চিম লোন্দা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
ভুক্তভোগীর আত্নীয় ও প্রতিবেশীদের সুত্রে জানা গেছে, অভিযুক্ত এহসান মৃধা গেদু ওই মাদ্রাসা শিক্ষার্থীকে বুধবার তার বাসায় ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত অভিযোগটি তদন্ত করে এহসান মৃধা গেদুকে গ্রেপ্তার করে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা অপরাধীর দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, অভিযুক্ত এহসান মৃধা গেদুকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn