শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

কলকাতা সহ সারা দেশে পালিত হল স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্ম দিবস

কলকাতা সহ সারা দেশে পালিত হল স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্ম দিবস

 

আজ ১২ ই জানুয়ারী রবিবার, সকাল থেকেই শুরু হয়েছে কলকাতা সহ সারা দেশে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্ম দিবস,, এই জন্মদিবস উপলক্ষে বিভিন্ন সংস্থা, রক্তদান শিবির, আবার কোথাও ছোট ছোট কচিকাঁচাদের অংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করেছেন,

কলকাতার বিভিন্ন রাস্তায়, চোখে পড়লো, ছোট ছোট ছেলেমেয়েদের রামকৃষ্ণ, বিবেকানন্দ, মাদারটেরেজা থেকে শুরু করে সকল মনীষীদের সাজিয়ে বর্ণাঢ্য সভাযাত্রার প্রথম ভাগে হেঁটে চলতে, এমনি চোখে পরল টালিগঞ্জের রামকৃষ্ণ কালচার সেবা প্রতিষ্ঠান ও জয়হীন অবৈতনিক বিদ্যালয়ে ছেলেমেয়েদের। শুধু তাই নয় স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা বিবেকানন্দের পোস্টার হাতে নিয়ে পায়ে পা মিলিয়েছেন এই বর্ণাঢ্য শোভাযাত্রায়, স্কুলের ছেলে মেয়েরা বিভিন্ন রাস্তায় বর্ণাঢ্য শোভাযাত্রার সাথে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র সহকারে এগিয়ে চলেছেন, মুখে মুখে বিবেকানন্দের বাণী উচ্চারণও করতে দেখা যায়,

শুধু ইস্কুল ক্লাব ও অন্যান্য সমাজ সেবীরা বিবেকানন্দের জন্ম দিবস পালন করেননি, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরাও রাস্তার মোড়ে মোড়ে বিবেকানন্দের মূর্তির সামনে মঞ্চ করে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবেকানন্দ জন্ম দিবস পালন করছেন।
এমনকি বিবেকানন্দের বাড়ির সামনে তাহার মূর্তিতে মাল্যদান করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

সকাল থেকেই ভিড় জমে উঠে বিবেকানন্দের বাড়ির সামনে অর্থাৎ বিবেকানন্দ রোডে, অগণিত ভক্ত দূর দূরান্ত থেকে এসে জমায়েত হন বাড়ির সামনে,

সকলেই একটাই কথা বলেন, বিবেকানন্দ ছিলেন দেশপ্রেমী, তিনি কোনদিন মানুষকে ভেদাভেদ করেননি , সকলকে একটাই বাণী প্রচার করার চেষ্টা করেছেন, যেখানে দিয়ে মানুষ মুক্তি পায়, তাহার বাণী জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, ঈশ্বরের কাছে প্রার্থনা করলে এবং ঈশ্বরকে ডাকলে তবেই তিনি সিদ্ধি লাভ করবেন, হিংসা মারামারি করে, কখনো সিদ্ধি লাভ করা যায় না। সকলকে একত্রিত হয়ে এগোতে হবে, ঈশ্বরী ভগবান, ভগবান ছাড়া কোন কিছু লাভ করা যায় না। মাত্র ভগবানই পারে সকলকে রক্ষা করতে, তাই আজকের দিনে সবাই স্বামী বিবেকানন্দের জয়ধ্বনি করি, স্বামীজীর জয়গান করি। এবং বিবেকানন্দের বাণী সারা বিশ্বে আরো ছড়িয়ে দিই।

আজ তাই কলকাতার অলিতে গলিতে বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে সকলে একত্রিত হয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn