
কলকাতা সহ সারা জেলা জুড়ে পালিত হচ্ছে শিবরাত্রি উৎসব : শিবের পুজো
আজ ২৬ শে ফেব্রুয়ারী বুধবার, সকাল থেকেই মন্দিরে মন্দিরে তোর জোর, মন্দির পরিষ্কার করা থেকে শুরু করে প্রতিমা আনার কাজে ও মন্দির সাজানোর কাজ। আজ শিবরাত্রি উৎসব, মেয়েদের ব্রত। শিবের মাথায় জল ঢেলে মেয়েরা ব্রত পালন করবেন। এবং যে যার মনের কামনা পূর্ণ করবেন।
বিকেল হতে না হতেই, একদিকে যেমন রাস্তা ধরে চলেছে বাবার মাথায় জল ঢালতে, ভোলে বাবা পার করেগা, অন্যদিকে মন্দিরে মন্দিরে ভীড় জমিয়েছেন মহিলারা, বাবার মাথায় জল ঢালার জন্য, আজ সারারাত ধরে চলবে এই শিবরাত্রি উৎসব ও শিবের পুজো, মেয়েরা জেগে থাকবে সারা রাত, এই উপলক্ষে কোথাও চলছে গান বাজনা, কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান, আবার কোথাও পুরোহিতের মন্ত্র উচ্চারণ। তাহার মধ্যে মহিলারা একে একে পুজো দিচ্ছেন।
শিবরাত্রি উপলক্ষে শুধু মন্দিরেই পুজো নয়, কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে শিব দুর্গার মূর্তি প্রতিমা এনেছেন, কোথাও অসত্য গাছের গোড়ায় কোথাও বটগাছের গোড়ায় এই শিব ও দুর্গাকে রেখে ধুম ধামের সহিত পুজোয় মেতেছেন এলাকার ছেলে ও মেয়েরা, যত সন্ধ্যা হয়ে আসছে ভিড় জমছে মন্দির গুলিতে। তাহার মধ্যে পুরোহিত মশায় পুজোর উপকরণ সাজাতে ব্যস্ত। কারণ প্রতিটি মন্দিরে চলছে পূজার আয়োজন ।
মহিলারা জানালেন বছরে একটা দিন আমরা নিষ্ঠা ভড়ে শিবের পূজা করি, না খেয়ে না দেয়ে এবং শিবের মাথায় দুধ ও ডাবের জল ঢেলে শিবের কাছে প্রার্থনা জানাই, যাহার যা মনস্কামনা পূরণ করার জন্য। আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এলাকার সকল দাদা ও দিদিরাও। এই একটা দিনই আমরা সারারাত জেগে থাকি। শিবের কাছে বর চাওয়ার জন্য, এই দিনটি সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ জুড়েই অনুষ্ঠিত হয়।