শনিবার - ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

কলকাতা পৌর সংস্থার উদ্যোগে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস

কলকাতা পৌর সংস্থার উদ্যোগে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস

 

আজ ৫ই জুন বৃহস্পতিবার, ঠিক বিকেল চারটায়, কলকাতা পৌর ভবনের সামনে, কলকাতা পৌর সংস্থার উদ্যোগে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও একটি র‍্যালির আয়োজন। কলকাতা পৌর সংস্থা থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত।

আজকে বিশ্ব পরিবেশ দিবসে মঞ্চে উপস্থিত ছিলেন, কলকাতার মহানাগরিক ও মন্ত্রী জনাব ফিরাদ হাকিম, সাংসদ মালা রায়, বিধায়ক দেবাশীষ কুমার, এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার এমআইসি কাউন্সিলর ও অন্যান্যদের মধ্যে, দেবলীনা দত্ত, বৈশ্যানর চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা।

বিশ্ব পরিবেশ দিবস অনুষ্ঠানের সূচনা হয় গণ সংগীতের মধ্য দিয়ে, এবং পরিবেশ বাঁচাও সংগীতের মধ্য দিয়ে, বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন এমনকি বিভিন্ন ওয়ার্ডের মহিলা সদস্যরাও অংশগ্রহণ করেছিলেন, শুধু তাই নয় বৈদ্যপাড়া হাইস্কুলের ছাত্রছাত্রীরা পরিবেশের উপর ভিত্তি করে, পরিবেশ বাঁচানোর লক্ষ্যে, জনগণকে প্লাস্টিক বর্জনের বার্তা দিতে, হাতের তৈরি সামগ্রী উপহার হিসাবে উপস্থিত মঞ্চে অতিথিদের হাতে তুলে দিলেন। বর্জ্য পদার্থ থেকে কি কি তৈরি করা যায় সবার সামনে তুলে ধরলেন।

মঞ্চে যে সকল অতিথিরা ছিলেন তাদেরকে একটি করে চারা গাছ তুলে দেন, তাহার সাথে সাথে বৈদ্যপাড়া হাই স্কুল তাদের তৈরি জিনিস প্রতিদিনের হাতে তুলে দিলেন। এবং মহানগরী একটি বৃক্ষ রোপণ করে আজকের এই পরিবেশ দিবস পালন করলেন।

আজ থেকে শুরু হল এক মাস ব্যাপী পরিবেশ সচেতনতা কর্মসূচী, পরিবেশ দিবস উপলক্ষে, শুধু তাই নয়, পরিবেশের উপর যে সকল বোরো কাজ করেছেন, তাহাদের হাতে পুরস্কার তুলে দিলেন,

প্রথম হয়েছেন বোরো নয়, দ্বিতীয় হয়েছেন বোরো আট, তৃতীয় হয়েছেন বোরো ১৬, এবং সান্তনা পুরস্কার পেয়েছেন দুইজন, বোরো ১১ ও বোরো ২ , সবাইকে নিয়েই আজকে একটি পরিবেশ বান্ধব তৈরি হলো ।

সাধারণ মানুষকে সতর্ক করতে এবং প্লাস্টিক বর্জন করতে, বিভিন্ন ট্যাবলোর মধ্য দিয়ে তুলে ধরলেন সতর্কতামূলক বার্তা। একটি সুন্দর প্রশেসনের মধ্য দিয়ে বিভিন্ন পোস্টার হাতে নিয়ে সারি বদ্ধভাবে, নৃত্য গান ও বাদ্য সহকারে কলেজ স্কোয়ার পর্যন্ত পৌঁছান এবং সেখানে গিয়ে একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ করেন,

সতর্কতামূলক হিসাবে বার্তা দিলেন,…… একশো কুড়ি মাইক্রোনের নিচে প্লাস্টিক ব্যবহার করবেন না।

গাছ কাটা বন্ধ করুন এবং নিজের জায়গায় একটি করে নতুন চারা গাছ রোপন করুন।

কয়লা কাঠ কেরোসিনের জ্বালানী ব্যবহার বন্ধ করুন

এলপিজি, বৈদ্যুতিক জ্বালানি ও সৌর শক্তির মাধ্যমে সমস্ত কিছু ব্যবহার করুন।

যেখানে সেখানে ময়লা ফেলবেন না, পচনশীল ও শুকনো আবর্জনা আলাদা পাত্রে ফেলবেন,

দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলুন, পরিবেশের ভারসাম্য বজায় রাখুন, গাছ অক্সিজেন দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে।

যেখানে সেখানে জল জমিয়ে রাখবেন না, নালা নর্দমা পরিষ্কার রাখুন।

একটি গাছ একটি প্রাণ, দূষণমুক্ত দেশ গড়ুন, নিজের স্বাস্থ্য রক্ষা করুন। আমাদের পৌর প্রতিনিধিরা আপনাদের সহায়, আপনাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দেবেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn