শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে রমজান, ১৪৪৬ হিজরি

কলকাতার কসবায় একই পরিবারের ৩ জনের দেহ উদ্ধার, চাঞ্চল্য 

কলকাতার কসবায় একই পরিবারের ৩ জনের দেহ উদ্ধার, চাঞ্চল্য

 

 

মঙ্গলবার (৪ মার্চ) সাতসকালে ঘরের ভেতর থেকে উদ্ধার হল একই পরিবারের ৩ জনের ঝুলন্ত দেহ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল ভারতের কলকাতার কসবায়। পুলিশ ও স্থানীয় সূত্রে প্রকাশ, কসবায় হালতুর পূর্বপল্লী এলাকায় থাকতেন সোমনাথ রায় (৪০), তাঁর স্ত্রী সুমিত্রা রায় এবং তাঁদের আড়াই বছরের ছেলে রুদ্রনীল। এদিন সকালে প্রতিবেশীরা ওই পরিবারের কোনও সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে ৩ জনকেই ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এদিকে, পরিবারে এই মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। অন‍্যদিকে, মৃতদের ঘর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। প্রাথমিকভাবে স্থানীয়দের অনুমান, সোমনাথ রায়ের অনেক ঋন ছিল। তাই হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে পরিবারের বাকি আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ। তবে সুইসাইড নোট থেকে পুলিশের ধারণা, সম্পত্তিগত বিবাদ থেকে মানসিক চাপ তৈরি করা হয়েছিল ওই দম্পতির ওপরে। এনিয়ে তাঁরা সুইসাইড নোটে ২ জনের নাম ও লিখেছেন। ইতিমধ্যেই ২ জনের খোঁজ শুরু করেছে পুলিশ। চোখের সামনে প্রিয়জনদের এমন কান্ড ভেঙে পড়েছেন পরিবারের বাকি লোকেরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn