সোমবার - ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

কলকাতায় ট‍্যানারির পাইপলাইন পরিস্কার করতে নেমে ৩ শ্রমিকের মৃত্যু 

কলকাতায় ট‍্যানারির পাইপলাইন পরিস্কার করতে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

 

ভারতের মহানগরী কলকাতায় ট‍্যানারিতে পাইপলাইন পরিস্কার করতে নামাই কাল। রবিবার (২ ফেব্রুয়ারি ) সাতসকালে লেদার কমপ্লেক্সের বানতলায় মৃত্যু হল কেএমডিএ এর ৩ শ্রমিকের। ইতিমধ্যেই দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের অনুমান, ট‍্যানারির বর্জ‍্যের দুর্গন্ধে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে শ্রমিকদের। সকালে লেদার কমপ্লেক্সের ৪৫২ নম্বর প্লটে ট‍্যানারির পাইপলাইন পরিস্কার করতে যান শ্রমিকরা। সূত্রে প্রকাশ, পাইপলাইন পরিস্কার করতে নামার পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও ফারজেম শেখ, হাসি শেখ ও সুমন সর্দার নামে ৩ শ্রমিকের কেউই ওঠেনি। এতেই সন্দেহ হয়। পরবর্তীতে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় লেদার কমপ্লেক্স থানার পুলিশ ও উদ্ধারকারী দল। উদ্ধার হয় ৩ যুবকের দেহ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই দেহ ৩টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ভিতরে আর কেউ আটকে পড়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে অনুমান, বর্জ‍্যের দুর্গন্ধে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে শ্রমিকদের। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট মিললেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে। কিন্তু নিয়ম মেনে সমস্ত সুরক্ষার বন্দোবস্ত করে ওই শ্রমিকেরা পাইপলাইন পরিস্কার করতে নেমে ছিলেন কি ? তা নিয়ে উঠছে প্রশ্ন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn