
কর্তব্যরত চিকিৎসককে মারপিট।অভিযুক্ত যুবক গ্রেপ্তার
কোটালীপড়া ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার অনুপম বাড়ৈর ওপর হামলার অভিযোগে সোহেল হাওলাদার (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক সোহেল হাওলাদার উপজেলার ফেরধারা গ্রামের বিএনপিনেতা আব্দুল আজিজ হাওলাদারের ছেলে।
মঙ্গলবার (১০ জুন) সকাল ১১টার দিকে হাসপাতালটির জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
তিনি বলেন, ডাক্তার অনুপম বাড়ৈর পক্ষ থেকে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ যুবক সোহেল হাওলাদারকে আটক করেছে। তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Post Views: ১২৩