
কমলনগরে ২৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে
লক্ষ্মীপুরের কমলনগরে ৩৬হাজার একশ’২১ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। শনিবার সারাদেশের ন্যায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সব্যসাচী নাথ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার অফিস সূত্রে জানা যায়,শৈশবকালীন অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুমৃত্যুর হার কমাতে ছয় থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
কমলনগর উপজেলায় মোট ২১৭ টি স্পটে ১ থেকে ৫ বছর বয়সী ২৬হাজার একচ’২১ শিশুদের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো শুরু করেছেন তারা।
Post Views: ৫৬