সোমবার - ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

কবি আরিফ চৌধুরী: জীবন, সাহিত্য ও অবদান

কবি আরিফ চৌধুরী: জীবন, সাহিত্য ও অবদান

 

কবি, প্রাবন্ধিক, সাহিত্য সমালোচক, লিটল ম্যাগাজিন সম্পাদক ও সংগ্রাহক ও সাংবাদিক আরিফ চৌধুরী বাংলাদেশের সমকালীন সাহিত্য অঙ্গনের এক উজ্জ্বল নাম। তার লেখনীতে সামাজিক বাস্তবতা, নিঃসঙ্গতা, প্রেম ও জীবনবোধের গভীর প্রকাশ দেখা যায়। সাহিত্যের বিভিন্ন শাখায় তার বিচরণ থাকলেও কবিতা তার প্রধান অভিরুচি।

জীবন ও কর্ম: ১৯৬৪ সালের ১৭ জানুয়ারি চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। কর্মজীবনের শুরু হয়েছিল ১৯৯১ সালে, যখন তিনি কর্মসংস্থানের জন্য সৌদি আরবের জেদ্দায় পাড়ি জমান। দীর্ঘ সাত বছর তিনি বহুজাতিক কোম্পানিতে কাজ করেন। এরপর দেশে ফিরে এসে ২০০৩ সালে চট্টগ্রামের ন্যাশনাল এক্সেসরিজ কোম্পানির আওতাধীন কলম্বিয়া মালটিটেক প্রাইভেট লিমিটেডে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি কর্মজীবনের পাশাপাশি সাহিত্যচর্চায় সক্রিয় রয়েছেন।

সাহিত্য ও প্রকাশিত গ্রন্থ: কবি আরিফ চৌধুরীর কবিতার মধ্যে প্রকৃতি, মানবজীবনের অন্তর্দ্বন্দ্ব, শূন্যতা ও জীবনবোধের প্রতিফলন লক্ষ্য করা যায়। তার প্রকাশিত কাব্যগ্রন্থ দুটি হলো:

১. জলসিঁড়িতে বৃষ্টি (২০০৭)
২. শূন্যতায় জলের পান্ডুলিপি (২০১৩)

এছাড়াও তিনি সম্পাদনার কাজেও যুক্ত ছিলেন। তার সম্পাদিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো:

কালধারা ছড়া সংখ্যা (২০০৬), বর্ণমালা (লিটল ম্যাগাজিন, ১৯৯৯),

সাংগঠনিক ভূমিকা: সাহিত্যের প্রচার ও প্রসারে তিনি বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম কবিতা পরিষদের সভাপতি এবং বাংলাদেশ লেখক ফোরাম, চট্টগ্রাম বিভাগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি চট্টগ্রাম বিনোদন সাংবাদিক সংস্থা ও চট্টগ্রাম হাইকু সোসাইটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার এসব কর্মকাণ্ড সাহিত্য সংগঠনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সাংবাদিকতা ও সম্পাদনা: কবি আরিফ চৌধুরী সাংবাদিক হিসেবেও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তিনি সিটিজি পোস্ট ডট কম-এর বিশেষ প্রতিনিধি এবং বিনোদনের রঙ পত্রিকার সিনিয়র সম্পাদক। পাশাপাশি তিনি সমুদ্র শহর নামে একটি লিটল ম্যাগাজিনের সম্পাদনা করছেন, যা সাহিত্য অঙ্গনে তার অবদানের আরও একটি দৃষ্টান্ত।

পুরস্কার ও সম্মাননা: তার সাহিত্যকর্মের জন্য তিনি বহু সম্মাননা ও পুরস্কার লাভ করেছেন। উল্লেখযোগ্য কয়েকটি হলো:

মহাকবি নবীন সেন সাহিত্য সম্মাননা (২০১২), সুর্যসেন স্মারক সম্মাননা (২০১৪), লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (কবিতায়) – সার্ক কালচারাল ফোরাম, কলকাতা (২০১৪), কবি সুফিয়া কামাল সাহিত্য সম্মাননা (২০১৭),
বেস্ট অর্গানাইজেশন অ্যাওয়ার্ড (২০১৮) – চট্টগ্রাম কবিতা পরিষদ।
কবি আরিফ চৌধুরী একজন কর্মচঞ্চল সাহিত্যসেবী, যিনি কবিতা, প্রবন্ধ ও সাহিত্য সমালোচনার মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। সাহিত্য চর্চার পাশাপাশি তিনি সংগঠন পরিচালনা ও সাংবাদিকতায়ও অনন্য ভূমিকা রেখে চলেছেন। তার কবিতা, সম্পাদকীয় কাজ ও সংগঠক হিসেবে তার অবদান চট্টগ্রামের সাহিত্যাঙ্গনে তাকে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার সাহিত্যকর্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। কবি আরিফ চৌধুরী আমার প্রিয় জন্মভূমি চন্দনাইশের জামাতা। আমি তার সুস্থ সুন্দর ও নিরাপদ জীবন কামনা করছি।
——
সোহেল ফখরুদ-দীন, চট্টগ্রাম, বাংলাদেশ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn