রবিবার - ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কবিয়াল রমেশ শীলের স্মৃতি সৌধে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার শ্রদ্ধাঞ্জলি

কবিয়াল রমেশ শীলের স্মৃতি সৌধে
মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার শ্রদ্ধাঞ্জলি

 

গত ৬ এপ্রিল রবিবার বোয়ালখালীস্থ রমেশ ভাণ্ডারে লোকশিল্পী মাইজভাণ্ডারী গানের উজ্জ্বল নক্ষত্র, একুশে পদকপ্রাপ্ত কবিয়াল রমেশ শীলের ৫৮তম মৃত্যুবার্ষিকীতে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কবির স্মরণার্থে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কবির নাতি চিত্র রঞ্জন শীল, দুলাল শীল, জুয়েল শীল, রনি শীল, সংগঠনের উপদেষ্টা মাস্টার গৌরাঙ্গ দত্ত বিএসসি, সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, নির্বাহী সভাপতি টিটু চৌধুরী, সহ-সভাপতি সমীর কান্তি দাশ, সাধারণ সম্পাদক ধীমান দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক ঝুমুর সর্দ্দার, সঞ্জিত দাশ, অর্তি দাশ, তপন সর্দ্দার, জুয়েল দত্ত, কৃষ্ণ বৈদ্য প্রমূখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn