জীবনানন্দ দাশের ‘আট বছর আগের একদিন’ কবিতা অবলম্বনে সিনেমা নির্মাণ করছেন মাসুদ পথিক। সিনেমার নাম ‘বক’। সিনেমার চিত্রনাট্য ও সংলাপ নির্মাতার নিজের। এর কেন্দ্রীয় চরিত্র ‘সবিতা’। এ চরিত্রে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। তিনি জানান, গত মাস থেকেই ‘বক’ সিনেমার শূটিং করা নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন তিনি। আগামীকাল শনিবার তিনি এই সিনেমার কাজ শেষ করবেন। প্রচ- গরমে আবার বৃষ্টিতে অনেক কষ্ট করে দীর্ঘ সময় নিয়ে মাসুদ পথিকের টিম ‘বক’ সিনেমার কাজ করছেন, এমনটাই জানালেন রুনা খান।
সিনেমাটি অভিনয় করা প্রসঙ্গে রুনা খান বলেন, ‘বক’ সিনেমার মূল দর্শন হচ্ছে প্রকৃতি ও জীবনের গল্প। সুরুজ দেওয়ান একজন বক শিকারি। তার স্ত্রী সবিতা। একটি পরিবারের মধ্যদিয়ে প্রকৃতি ও জীবনের দর্শনের গল্প বলার চেষ্টা করছেন পরিচালক মাসুদ পথিক। গল্প বলতে গিয়ে এই সিনেমায় প্রকৃতির সৌন্দর্য, বীভৎষতা, দুর্যোগ যেমন উঠে এসেছে, ঠিক তেমনি উঠে এসেছে জীবনের সৌন্দর্যতা, বীভৎষতা ও অসহায়ত্বের গল্প। পাশাপাশি সিনেমাটি পরিচালকের জীবন দর্শনের ছবি উঠে এসেছে। সবমিলিয়েই আসলে ‘বক’ আমাদের প্রকৃতি ও জীবনের গল্পই বলার চেষ্টা করবে। জীবনে প্রথম আমি মেঘনার পাড়ে লালপুর চানপুর চরে শূটিং করছি। পুরো ইউনিটের অনেক কষ্ট হচ্ছে কখনো রোদে, কখনো প্রবল বৃষ্টিতে শূটিং করতে। মাসুদ পথিকের ডেডিকেশনে আমি মুগ্ধ। যে কারণে সিনেমাটি নিয়েও ভীষণ আশাবাদী হয়ে উঠেছি।