সোমবার - ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে রজব, ১৪৪৬ হিজরি

কপিলমুনিতে মামলাবাজ পঙ্কজ কর্মকারের রিরুদ্ধে সংবাদ প্রকাশে গাত্রদাহে দৌড়ঝাপ

কপিলমুনিতে মামলাবাজ পঙ্কজ কর্মকারের রিরুদ্ধে সংবাদ প্রকাশে গাত্রদাহে দৌড়ঝাপ

 

“সিআইডি কর্মকর্তা অমিতাভের শাস্তির দাবিতে কপিলমুনিতে সংবাদ সম্মেলন” শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ায় ঘুষখোর সিআইডি কর্মকর্তা অমিতাভের দোসর অভিযুক্ত বাদী পঙ্কজের গাত্রদাহ শুরু হয়েছে। তিনি নিজেকে ধোয়া তুলসীপাতা বানাতে প্রশাসনের বিভিন্ন দপ্তরসহ সাংবাদিক মহলে দৌড়ঝাঁপ শুরুর করেছন।
জানাযায়, কপিলমুনির পার্শ্ববর্তী উত্তর সলুয়া গ্রামের মৃতঃ গোষ্ঠ বিহারী কর্মকারের ছেলে পঙ্কজ কর্মকার তার আপন বড় ভাই সুকুমার চন্দ্র কর্মকার সহ আরও ২ জনের নামে পাইকগাছা বিজ্ঞ সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালতে ৩০/১১/২২ তারিখে একটি মিথ্যা মামলা দায়ের করেন। যার নং সি আর ১৩২৩/২২। এ মামলাটির তদন্তকারী কর্মকর্তা হিসেবে খুলনা মেট্রো এন্ড জেলা সিআইডি’র উপ পুলিশ পরিদর্শক (নিঃ) অমিতাভ সন্যাসী (বিপি ৯১১৯২২৩১৯৫) দায়িত্ব প্রাপ্ত হন।
মামলার ১নং বিবাদীর ছেলে পলাশ কর্মকারের অভিযোগ, তার পিতাসহ অন্য বিবাদীদের সাজা ভোগের ভয়ভীতি দেখিয়ে প্রতিবেদন পক্ষে দেয়ার কথা বলে ওই কর্মকর্তা ৪৫ হাজার টাকা ঘুষ নেন। শুধু তাই নয়, ওই টাকাগুলো নেওয়ার কিছু দিন পর এস আই অমিতাভ সন্যাসী আরো ৩০ হাজার টাকা দাবী করেন। এমন অভিযোগে ২৮ ডিসেম্বর পলাশ কর্মকার একটি সংবাদ সম্মেলন করেন। বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন পত্রিকায় সংবাদ সম্মেলনের ওই খবর ফলাও করে ছাপা হওয়ায় পরসম্পদলোভী বাদী পংকজ কর্মকার বেসামাল হয়ে পড়েছেন। তিনি ও তার দুর্ধর্ষ ছেলে রামপ্রসাদ কর্মকার জনৈক চিহ্নিত এক দালালকে নিয়ে প্রশাসন, রাজনৈতিক নেতা, সাংবাদিকসহ বিভিন্ন মহলে দেনদরবার করছেন। প্রকৃত ঘটনাটি আড়াল করে নানা কুটকৌশলের আশ্রয় নিচ্ছেন। এমনকি ৩১ ডিসেম্বর কপিলমুনি প্রেসক্লাবে করা সংবাদ সম্মেলনে তারা নির্জলা মিথ্যাচার করেছেন। এদিকে পূর্বেও মত পঙ্কজ কর্মকার কপিলমুনি বাজারের লোহা পট্টিতে বসে দালালদের নিয়ে বিবাদীদের পরিবার ও তাদের আতœীয় স্বজনদের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করছে বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn