রবিবার - ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কঠিন  রোগে আক্রান্ত ৯০ রোগীকে জেলা প্রশাসনের সহায়তা

কঠিন  রোগে আক্রান্ত ৯০ রোগীকে জেলা প্রশাসনের সহায়তা

আনন্দবার্তা ডেস্ক :-
চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে
ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ৯০ জন রোগীকে আর্থিক সহায়তা দিয়েছেন।

শনিবার (১ এপ্রিল) সকালে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে তাদের মাঝে চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়ায় আক্রান্ত নগরের ৯০ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ৪৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদফতর এ আর্থিক সহায়তা প্রদান করছে।

চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে সমাজসেবাসহ বিভিন্ন খাতে অনেক বেশি উন্নয়ন সাধিত হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে অসহায়দের মধ্যে বিভিন্ন ভাতার চেক প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, নেজারত ডেপুটি কালেক্টর মো. তৌহিদুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম প্রমুখ।

এসআই

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn