শুক্রবার - ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

কটিয়াদীতে মসূয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কটিয়াদীতে মসূয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

 

কিশোরগঞ্জের কটিয়াদীতে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মসূয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিত ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বোধবার সকাল ১০ টায় মসূয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করা হয়। পরে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করেন অত্র বিদ্যালয়ের কুমলমতি শিক্ষর্থীরা।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মসুয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কটিয়াদী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, কটিয়াদী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহমুদুল হাসান, উপজেলা পরিষদেও সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কটিয়াদী উপজেলা শাখার সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ জায়েদুল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক চান মিয়া, উপজেলা কৃষক দলের সদস্য সচিব হাজী মোহাম্মদ আলী, কটিয়াদী পৌর যুবদলের সদস্য সচিব মোঃ আজিজুল হক, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দিন রুমি, উপজেলা বিএনপি নেতা কামরুল ইসলাম বাবলু, ইউনিয়ন কৃষক দল নেতা আসাদুজ্জামানসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বৃন্দ এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রী বৃন্দ।
বিভিন্ন ইভেন্ট প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেদেন অত্র বিদ্যালয়ের সভাপতি আরিফুর রহমান কাঞ্চন ও প্রধান শিক্ষক আবুল কাশেম শিশিসহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে মসুয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কটিয়াদী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা ছাত্র/ছাত্রীরা তোমাদের পড়াশুনার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা ও সাহিত্য, সাংস্কৃতিক চর্চা করে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তোলতে হবে। মা-বাবা ও শিক্ষকদের কথা শুনতে হবে। তোমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান মসুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীগণের মধ্যে প্রতি বছর মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। শুধু মেডিকেলে ভর্তির সুযোগ পেলেই হবে না, তোমাদের প্রস্তুতি নিতে হবে, যাতে দেশের ভালো ভালো মেডিকেল কলেজসহ দেশের বড় বড় বিশ^বিদ্যালয়ে ভর্তি হওয়া যায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn