
কটিয়াদীতে দুই দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্ধোধন
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলা শুরু হয়েছে।
রোববার সকালে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালের মাঠে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল কালাম আজাদ।
বিষেশ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মম মুশতাকুর রহমান। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাইনুর রহমান মনিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তামারা তাসবিহা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদসহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীবৃন্দ।
৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলা ২৮ ও ২৯ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।