সোমবার - ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

কটিয়াদীতে দুই দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপ্তি

কটিয়াদীতে দুই দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপ্তি

 

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হযেছে।
এর আগে গত রোববার সকালে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালের মাঠে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল কালাম আজাদ।
বিষেশ অতিথি হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোহাম্মম মুশতাকুর রহমান উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাইনুর রহমান মনিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তামারা তাসবিহা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদসহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলা গত ২৮ জানুয়ারী থেকে শুরু হয়ে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৯ জানুয়ারি সোমবার বিকেল ৫টায় তার পরিসমাপ্তি ঘটে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn