শুক্রবার - ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

কক্সবাজার মাঝিরঘাট থেকে র‌্যাব-১৫ অভিযানে  ২ লক্ষ ৫৫ হাজার ইয়াবাসহ আটক ১

কক্সবাজার মাঝিরঘাট থেকে র‌্যাব-১৫ অভিযানে  ২ লক্ষ ৫৫ হাজার ইয়াবাসহ আটক ১

 

কক্সবাজার সদর থানাধীন পৌরসভাস্থ খুরুশকুল ষ্টীল ব্রীজ সংলগ্ন মাঝির ঘাট ফুটবল মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে ২,৫৫,০০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫

র‌্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বদ্ধ পরিকর। দেশব্যাপী মাদকের বিস্তাররোধসহ সমাজে বিরাজমান নানাবিধ অপরাধ দমন ও অপরাধের সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার সদর থানাধীন বাঁকখালী নৌপথে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবার চালান আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ২১ জানুয়ারি ২০২৫ তারিখ ভোর রাতে র‌্যাব-১৫, সদর ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন পৌরসভার ৫নং ওয়ার্ড এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দুইজন মাদক কারবারী মটর সাইকেলযোগে পলায়নের চেষ্টাকালে মোঃ ছলিম নামে একজন মাদক কারবারী’কে গ্রেফতার করতে সক্ষম হয় এবং অপর একজন মোটর সাইকেল রেখে কৌশলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মাদক কারবারীর হেফাজতে থাকা কাপড়ের ব্যাগ হতে উদ্ধারকৃত সর্বমোট ২,৫৫,০০০ (দুই লক্ষ পঞ্চান্ন হাজার) পিস ইয়াবা এবং ০১টি মোটর সাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয়- মোঃ ছলিম (৫৫), পিতা-মৃত লোকমান হাকিম, সাং-ভারুয়াখালী, সওদাগর পাড়া, ০২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক কারবারী জানায় যে, সে ও পলাতক মাদক কারবারী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ের সাথে জড়িত। তারা পরস্পর যোগসাজসে অবৈধভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে বিক্রয়ের উদ্দেশ্যে বড় বড় ইয়াবার চালান নিজেদের হেফাজতে মজুদ করতো এবং চাহিদা মোতাবেক কক্সবাজার’সহ দেশের বিভিন্ন জেলায় বেশি দামে বিক্রয় করতো বলে জানায়।

উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত ও পলাতক মাদক কারবারীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়াধীন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn