
কক্সবাজার মরিচ্যা চেকপোস্টে ৮২ হাজার ইয়াবাসহ ট্রাকচালক আটক
কক্সবাজারের রামুর মরিচ্যা চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৮২ হাজার ইয়াবাসহ ট্রাকচালক আটক
১০ এপ্রিল ২০২৫ তারিখ আনুমানিক ০৮৩০ ঘটিকায় মরিচ্যা চেকপোষ্ট এর টহলদল নিয়মিত তল্লাশীকালীন কুতুপালং হতে চট্টগ্রামগামী একটি ট্রাক থামানো হয়। চালক মোঃ মনির হোসেন (৪৫), পিতা- মৃত নুরনবী, গ্রাম- গোমকোট, ডাকঘর- ময়ুরা, থানা- নাঙ্গল কোট, জেলা- কুমিল্লাকে সন্দেহ করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্বীকার করে। পরবর্তীতে পুঙ্খনুপুঙ্খভাবে তল্লাশী করে তার ড্রাইভিং সীটের নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ২,৪৬,০০,০০০/- টাকা মূল্যের ৮২,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
Post Views: ৩৫