শনিবার - ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

কক্সবাজার টেকনাফ জাল নোট নিয়ে ইয়াবা কিনতে এসে আনসার সদস্যসহ আটক

কক্সবাজার টেকনাফ জাল নোট নিয়ে ইয়াবা কিনতে এসে আনসার সদস্যসহ আটক

 

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ সোমবার (২ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা মহেশখালীয়া পাড়া এলাকার মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় দুই লক্ষ ৫০ হাজার টাকার জাল নোট, একটি কমান্ডো ব্যাগ ও আনসার বাহিনীর পোশাক উদ্ধার করা হয়।

পুলিশ দাবি করেছে, তারা রাতের বেলা ইয়াবা কেনেন এবং লেনদেন করেন জাল টাকায়।

আটকরা হলেন— আনসার সদস্য বিল্লাল হোসেন (৩৭) এবং মো. রাশেদ (৩০)।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গিয়াস উদ্দিন।

তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে উপজেলা মহেশখালীয়া পাড়া এলাকার মহাসড়কে কিছু লোক জাল নোট নিয়ে ইয়াবা কিনতে এসেছে, এমন একটি তথ্য পাই। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn