
কক্সবাজারের রামুতে পবিত্র রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন রাংকুট বনাশ্রম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ কে শ্রী জ্যোতিসেন মহাথের।
১১ এপ্রিল দুপুর ৩ টায় নিজ প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ের মাঠে ১ হাজার ৫০০শত রোজাদারদের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান মফিজ।তিনি বলেন, ধর্মের ভেদাভেদ ভুলে গিয়ে ভান্তে প্রতিবছর রমজান মাসে গরিব ও অসহায় রোযাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। করোনা কালেও তিনি মানবতার হাত বাড়িয়ে দিয়েছিলেন অসহায় ও দুস্থদের মাঝে। তিনি আরও বলেন, এখানে সম্প্রীতির কোন ঘাটতি নেই, হিংসা নেই একে অপরের প্রতি।
রামু রাংকুট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ কে শ্রী জ্যোতিসেন মহাথের তার বক্তব্যে বলেন, মানবতাকে সকল ধর্মই সম্মান করে। মানুষকে ভালোবাসলে সৃষ্টিকর্তাকে পাওয়া যায়। ধর্মের বিভেদ ভুলে গিয়ে গরিব অসহায়দের মাঝে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। মানবতাই হোক মানবের ধর্ম, দিন শেষে আমাদের সকলের পরিচয় আমরা মানুষ।
ইফতার সামগ্রী বিতরণকালে জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, সহকারী প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মাছুম, ইউপি সদস্য সাহাব উদ্দিন, ইউপি সদস্য মোহাম্মদ ইউনূছ, জয়নাল বাঙ্গালী উপস্থিত ছিলেন।
এদিকে বৌদ্ধ ধর্মীয় গুরু কে শ্রী জ্যোতিসেন মহাথেরর এমন কর্মকান্ড সমাজে বেশ প্রশংসা কুড়াচ্ছে । দৃঢ় করছে এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন। মানুষ বুঝতে শুরু করেছে একে অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান হচ্ছে সবচেয়ে বড় ধর্ম।
এসআই/জিয়া