রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

ওসমানীনগরে প্রবাসীর উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

ওসমানীনগরে প্রবাসীর উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

 

এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা চলমান রেখেছে, আলহাজ্ব মঈন উদ্দিন ফাউন্ডেশন। যার ধারাবাহিকতায় সিলেটের ওসমানীনগরে, গরীব অসহায় দুস্থ সহস্রাধিক মানুষদের নিয়ে আয়োজন করেছেন ফ্রি চক্ষু শিবির ক্যাম্প।

(০৭ জানুয়ারি) মঙ্গলবার সকালে উপজেলার তাজপুর ইউনিয়নের জাহাপুর ইসলামপুর গ্রামে আলহাজ্ব মঈন উদ্দিন ফাউন্ডেশনের কার্যালয় প্রাঙ্গণে, অনুষ্ঠিত ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠানের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহি উদ্দিন সেলিম।
এসময় ভার্ড চক্ষু হাসপাতাল ওসমানীনগর শাখার চক্ষু চিকিৎসক টিম সেবা প্রদান করেন। আয়োজিত চক্ষু শিবিরে চোখে ছানিপড়া, দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রকার চোখের রুগীদের বিনামূল্যে ঔষধ, চশমা, এবং ছানি অপারেশনের জন্য ভার্ড চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে ২৩জন রুগীকে ছানি অপারেশন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মঈন উদ্দিন ফাউন্ডেশন এর উপদেষ্টা মহি উদ্দিন সেলিম এর মাতা ছামছুননাহার মায়া, ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান পিপি এম, ড. এনামুল হক সরদার, অধ্যক্ষ আব্দুল হান্নান, ওসমানী নগর উপজেলা জামাতের আমির সোহরাব আলী, পল্লি বিদ্যুৎ এর ডিজিএম নাঈমুল হাসান, যুক্তরাজ্য প্রবাসী ফাউন্ডেশনের সদস্য মাহিন উদ্দিন,সদস্য শাফরাজ আহমদ, ওসমানী নগর উপজেলা অনলাইন প্রেস ক্লাব সভাপতি শেখ ফয়সল আহমেদ, ওসমানী নগর প্রেস ক্লাব সভাপতি শরীফ আহমেদ চৌধুরী, দৈনিক আমার দেশ পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি সাইফুর এম রেফুল, এস এম মাসুদ, স্ট্যান্ডার্ড ব্যাংক সিলেট ম্যানেজার আবু রাহাত, ইসলামী ব্যাংক গোয়ালা বাজার ম্যানেজার মাসুদুর রহমান, সমাজসেবী আব্দুল খালিক, গিয়া উদ্দিন, আব্দুস শহীদ, আব্দুল হান্নান, মাওলানা আলা উদ্দীন আল হাদী, জামিল আহমদ, পুষ্টি বিদ -ডাক্তার আবু জাফর আল-মনছুর, শামিম আহমেদ, মিনহাজ আলী, শাহিন উদ্দিন, সুজ্জল আহমদ, মল্লিক মিয়া, ফরিদুজ্জামান প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn