রবিবার - ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ওয়ালের্স ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয় এসএসসি ৯৪ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ওয়ালের্স ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয় এসএসসি ৯৪ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

খুলশী থানাধীন ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে ১৯৫২ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ওয়ালের্স ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ‘৯৪ ব্যাচের বন্ধুদের সন্মানার্থে পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে ইফতার মাহফিল আয়োজন করা হয়, জাকির হোসেন রোডস্থ গোল্ডেন স্পুন রেস্টুরেন্টের হলরুমে গত ২৩ মার্চ রবিবার বিকেল ৫ টায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ালের্স ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয় এর এসএসসি ৯৪ ব্যাচের উদ্যোগক্তা ও তরুন মানবিক ব্যাবসায়ী, সমাজকর্মী এবং এএসএম লজিষ্টিক এর সম্মানিত চেয়ারম্যান মোঃ আরিফ হোসাইন ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের মরহুম শিক্ষক ও ব্যাচের মরহুম বন্ধুদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন এসএমইউ মজুমদার মামুন।
বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক রাফিয়া খাতুন সহ উপস্থিত ছিলেন এসএসসি ‘ ৯৪ ব্যাচের মো: ঝিনুক, মো: দুলাল, মো: শাহিন, মো: জাহিদ, মো: হেদায়েত, মো: নাজমুল, মো: নাসির, মো: জসিম, মো: আশেকুর, মো: বশর সহ প্রায় ৪০ জন শিক্ষার্থী বন্ধু এবং বন্ধুরা তাদের অনুভূতি প্রকাশ করে।
অনুষ্ঠানে উপস্থিত সকল বন্ধুদের কে এএসএম লজিস্টিক এর পক্ষে শুভেচ্ছা উপহার প্রদান করে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn