দেশের শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা কোম্পানি ওয়ালটনের ‘জেনন’ সিরিজের নতুন স্মার্টফোন ‘এক্স-২০’ বাজারে এসেছে।
দৃষ্টিনন্দন ডিজাইনে তৈরি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার ফোনটিতে রয়েছে ৬ ন্যানোমিটারের হিলিও জি৯৯ প্রসেসর।
এক বিজ্ঞপ্তিতে ওয়ালটন জানিয়েছে,কসমিক ব্ল্যাক ও অরেঞ্জ শিমার-এই দুটি কালারে ফোনটি পাওয়া যাচ্ছে। ভ্যাট ব্যতীত ফোনটির দাম ১৮ হাজার ৯৯৯ টাকা।
ওয়ালটন মোবাইলের ক্রিয়েটিভ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ইনচার্জ হাবিবুর রহমান তুহিন জানান, দেশের সব ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও খুচরা দোকানে এই স্মার্টফোন পাওয়া যাচ্ছে। পাশাপাশি ঘরে বসেই ওয়ালটনের অনলাইন সেলস প্লাটফর্ম (https://eplaza.waltonbd.com) এবং (https://waltondigitech.com) থেকেও ফোনটি কেনা যাবে।
ওয়ালটন জানিয়েছে, এই ফোনে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজ্যুলেশনের আইপিএস ডিসপ্লে। ফোনটির ডিসপ্লেতে পাওয়া যাবে ৫৮০ নিটস পিক ব্রাইটনেস।
ফোনটির পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশ, অটোফোকাস এবং পিডিএএফসহ ৫০ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা। আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল পাঞ্চ-হোল ক্যামেরা।
ওয়ালটন মোবাইলের ব্র্যান্ডিং বিভাগের ইনচার্জ মাহবুব-উল হাসান মিলটন জানান, অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে পরিচালিত এই ফোনে র্যাপিড মেমোরি প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। ব্যবহারকারী এতে ১৬ জিবি পর্যন্ত র্যাপিড মেমোরি পাবেন। গ্রাফিক্স হিসেবে আছে মালি-জি৫৭ এমসি২।
“এই মোবাইল ফোনটির কার্যক্ষমতা ও গতি অনেক বেশি হবে।”
ফোনটিতে অভ্যন্তরীণ মেমোরি রয়েছে ১২৮ গিগাবাইট। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৫১২ গিগাবাইট পর্যন্ত মেমোরি বাড়ানো যাবে বলে জানান তিনি।