রবিবার - ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

ওমান সাগরে পানিতে ডুবে  ফটিকছড়ির দুই ভইয়ের মর্মান্তিক মৃত্যু

ওমান সাগরে পানিতে ডুবে
ফটিকছড়ির দুই ভইয়ের মর্মান্তিক মৃত্যু

মধ্যপ্রাচ্যের দেশ ওমান সাগরে গোসল করতে নেমে ফটিকছড়ির আব্বাস (২৫ ) ও আজাদ (২০) নামে দুই ভাইয়ের মর্মান্তিতিক মৃত্যু হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) ভোরে সাগরের পানিতে ভাসমান অবস্থা থেকে দুুই সহোদরের লাশ উদ্ধার করেছে ওমান রয়েল পুলিশ।

নিহত দুইজন উপজেলার নাজিরহাট পৌরসভাধীন ৪ নং ওয়ার্ডের চাঁদগাঁও পাড়ার মৃত আহমদ হোসেনর পুত্র। তারা এখনো অবিবাহিত। পরিবারে ছয় ভাইয়ের মধ্যে আব্বাস দ্বিতীয় এবং আজাদ চতুর্থ।

জানাযায়, দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে তারা ওমানের হামিরিয়া এলাকায় বসবাস করেন। কয়েকমাস পূর্বে দেশে এসে তাদের পিতা মারা গেলে পরিবারের সবাই দেশে আসে। সম্প্রতি মাকে রেখে আব্বাস ও আজাদ ওমান চলে যান।

সোমবার স্থানীয় সময় রাত তিনটার দিকে বন্ধুদের সাথে সাগর পাড়ের শিফা এলাকায় আড্ডা দিতে যান তারা। সেখানে দুই ভাই সাগরে গোসল করতে নামলে ভাটার টানে তলিয়ে যায়। সাথে থাকা বন্ধুরা খোঁজাখুঁজির করে না পেয়ে পুলিশে খবর দেয়। ভোরে পুলিশ এসে পানি থেকে দুইজনের লাশ উদ্ধার করে।

এদিকে, প্রবাসী দুই তরুনের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

উল্লেখ্য- বিগত দুই সপ্তাহে উপজেলার ধর্মপুরে দুইজন,ফটিকছড়ি পৌরসভায় একজন এবং নাজিরহাট পৌরসভায় তিনজনসহ মোট ৬ রেমিটেন্স যোদ্ধা প্রবাসের মাটিতে অকাল মৃত্যুবরণ করেছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn