শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

ওবামার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন জেনিফার

ওবামার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন জেনিফার

 

যুক্তরাষ্ট্রের অভিনেত্রী ফ্রেন্ডস তারকা অ্যানিস্টনের সঙ্গে এমন একজনের প্রেমের গুঞ্জন উড়ছে, যা চমক তৈরি হয়েছে। সেই ব্যক্তিটি হলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

ডেইলি মেইল লিখেছে, ওবামার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে টক শো জিমি কিমেল লাইভে এসে অ্যানিস্টন বলেছেন, এ ধরনের কথা নিয়ে সাংবাদিকদের কাছ থেকে কোনো ফোন পেলে তিনি রীতিমত আকাশ থেকে পড়েন।

অ্যানিস্টন বলেন, আমি মোটেও এই গুজবে বিরক্ত হইনি। আমার তখন মনে হয় এসব আবার কী হচ্ছে! অথবা জানতে পারবেন কোনো সস্তা ট্যাবলয়েড একটা গল্প বানিয়েছে, আর তারপর যা হবার তাই।

এই আলোচনার সূত্রপাত ঘটিয়েছিল ইন্টাচ ম্যাগাজিনের শিরোনাম। যে শিরোনামে লেখা ছিল ‘দ্য ট্রুথ অ্যাবাউট জেন অ্যান্ড বারাক’। ওই গুজব ফের ডালাপালা মেলেছে ইন্টারনেটের দুনিয়ায়।

ওমাবা পরিবারের সঙ্গে মেলামেশার কথা জানিয়েছেন অ্যানিস্টন। তিনি বলেন, আমি মিশেলকে (বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা) তার স্বামীর চেয়ে বেশি চিনি।

বারাক ও মিশেলে ‘বিচ্ছেদ গুজবে’ উঠে এসেছে এই অভিনেত্রীর নাম।

যুক্তরাষ্ট্রের টেলিভিশন সিরিজের মধ্যে জনপ্রিয় কমেডি সিরিজ ‘ফ্রেন্ডসে’ অভিনয় করে দারুণ খ্যাতি কুড়িয়েছিলেন অ্যানিস্টন।

এই অভিনেত্রী সম্পর্কে জড়িয়েছেন হলিউডের অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে। পরে পিট ও অ্যানিস্টন বিয়েও করেন ২০০০ সালে। আর সংসার জীবন থেকে দুই অভিনয় শিল্পী বিচ্ছেদ নেন ২০০৫ সালে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn