শনিবার - ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি

ওড়না পেছিয়ে স্বামীর মোটরসাইকেলে স্ত্রীর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাওয়ের উলুকান্দি এলাকায় মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে মোছা. মুসকান আক্তার (১৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ ৮ সেপ্টেম্বর দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুসকান আক্তারের স্বামী মহসিন মিয়া বলেন, আজ অফিস ছুটি থাকায় আমার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে শ্বশুর বাড়ি যাচ্ছিলাম। হঠাৎ মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত মুসকান।
পরে আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তার স্বামীর কাছে হস্তান্তর করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn