সোমবার - ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ঐতিহাসিক রাংকুট বনাশ্রম তীর্থস্থানে ১শত ১ জন বৌদ্ধ কুলুপুত্রকে নব প্রব্রজ্যা প্রদান

কক্সবাজারের রামুতে বিশ্ব ঐতিহাসিক রাংকুট বনাশ্রম তীর্থস্থানে ১ শত ১ জন বৌদ্ধ কুলুপুত্রকে নব প্রব্রজ্যা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

প্রব্রজ্যিত শ্রামণগন ধ্যান অনুশীলন করান । এদেরকে ধ্যান বিষয়ক প্রশিক্ষণ দিচ্ছেন উখিয়া শৈলরঢেবা জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক শ্রীমৎ কুশলয়ন মহাথেরো।

উল্লেখ্য যে, প্রতিবছর শুভ বুদ্ধ পূর্ণিমা ও ৮৪ হাজার ধর্মস্কন্ধ বুদ্ধ পূজায় শতাদিক কুলপুত্রকে শ্রামণ্য ধর্মে দিক্ষা প্রদান করা হয়।

এই প্রব্রজ্যার প্রধান উদ্যােক্তা ঐতিহাসিক রাংকুট বনাশ্রম তীর্থস্থানের মহাপরিচালক শ্রীমৎ কে.শ্রী জ্যােতিসেন মহাথের মহোদয়। সার্বিক সহযোগিতায় শ্রীমৎ তাপসসেন ভিক্ষু, প্রজ্ঞাসেন ভিক্ষু ও শরণসেন ভিক্ষু। আর এ তীর্থস্থান ২৬৮ খ্রীষ্টপূর্বে সম্রাট আশোকের হাত ধরে প্রতিষ্ঠিত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn