পরিবেশ ও সামাজিক সংগঠন অ্যাড ভিশন বাংলাদেশের উদ্যোগে মাসব্যাপী ভ্রাম্যমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গত ১৫ জুন নগরীর ১২নং সরাইপাড়া ওয়ার্ডের আবুল খায়ের গ্রুপের সামনে ঢাকা ট্রাংক রোডের মিট আইল্যান্ডে শতাধিক বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপনের মধ্যদিয়ে কর্মসূচি উদ্বোধন করা হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের যুগ্ন আহবায়ক, চট্টগ্রাম – ১০ আসনের উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট নারী নেত্রী ও রাজনীতিবিদ জাহানারা সাবের । প্রধান অতিথির বক্তব্যে জাহানারা সাবের এইসময় বলেন, পরিবেশ বিপর্যয়ের হাত থেকে বাংলাদেশ কে বাঁচাতে বৃক্ষরোপণ এর কোনো বিকল্প নেই । যত্রতত্র পাহাড়-কাটা, নদী ভরাট, নদী দূষণ ও পলিথিনের অবাধ ব্যবহার বন্ধ করে এবং খালি জায়গায় নানান প্রজাতির বৃক্ষ রোপণ করে পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে । এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাড ভিশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পরিবেশ সংগঠক মাসুদ রানা, যুগ্ন সাধারন সম্পাদক ও পরিবেশ সাংবাদিক স ম জিয়াউর রহমান, প্রচার সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগ আকবরশা থানা শাখার সভাপতি রবিউল ইসলাম জাহাঙ্গীর , সংগঠনের সদস্য হানিফুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ হোসেন মধু, শিউলি আকতার, এস ডি রাজু, তানমুন আকতার, শিহাব উদ্দিন, মেঘলা আকতার, সুইটি বেগম, নুর আকতার, আব্দুল মান্নান, নুরুল ইসলাম। এ সময় সড়কের মিড আইল্যান্ডে বৃক্ষ রোপণ করার পাশাপাশি শতাধিক বিভিন্ন প্রজাতির ছারা স্হানীয় মানুষের মাঝে বিতরণ করা হয়।
Post Views: ১৩৬